9:32 am, Sunday, 22 December 2024

বিস্ফোরক বোঝাই ইসরাইলগামী জাহাজ আটকে দিয়েছে নামিবিয়া

ওয়ালভিস বে বন্দর - ছবি : জেরুসালেম পোস্ট

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বিস্ফোরক বোঝাই ইসরাইলগামী জাহাজ আটকে দিয়েছে নামিবিয়া। মঙ্গলবার রাতে জাহাজটি আটকে দেয় নামিবিয়ান পোর্টস অথরিটি (নেমপোর্ট)।

বিবিসির খবরে বলা হয়েছে, চলমান গাজা যুদ্ধে ইসরাইলের জন্য বিস্ফোরক বোঝাই জাহাজ পাঠিয়েছে ভিয়েতনাম। পরে ইসরাইলগামী এমভি ক্যাথরিন নারে জাহাজটিতে যুদ্ধের সামরিক মালামাল পরিবহন করছে বলে কর্তৃপক্ষের সন্দেহ হয়। ফলে তারা নামিবিয়ায় নোঙর করার অনমতি দেয়নি।

নামিবিয়ার আইনমন্ত্রী ইভন ডাউসাব দাবি করেছেন, ওই জাহাজে ইসরাইলের জন্য নির্দিষ্ট বিস্ফোরক দ্রব্য ছিল। ফলে জাহাজটিকে নোঙর করতে দেয়া হয়নি। ভিয়েতনাম থেকে রওনা হওয়া জাহাজটি উত্তরে ভূমধ্যসাগরের দিকে যাওয়ার আগে ওয়ালভিস উপসাগরে ডক করার অনুরোধ করেছিল।

ওয়ালভিস বে নামিবিয়ার বৃহত্তম বাণিজ্যিক বন্দর। এটি আফ্রিকা মহাদেশের পশ্চিম দিকে অবস্থিত। প্রতি বছর প্রায় ৯০০টি জাহাজ এবং প্রায় আট মিলিয়ন টন কার্গো পরিচালনা করে নামিবিয়ান পোর্টস অথরিটি (নামপোর্ট)।

সূত্র : জেরুসালেম পোস্ট

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

কনক্রিট হল ব্লক- বাড়ির শক্ত ভিতের জন্য সেরা পছন্দ

বিস্ফোরক বোঝাই ইসরাইলগামী জাহাজ আটকে দিয়েছে নামিবিয়া

Update Time : 11:01:47 pm, Wednesday, 28 August 2024

বিস্ফোরক বোঝাই ইসরাইলগামী জাহাজ আটকে দিয়েছে নামিবিয়া। মঙ্গলবার রাতে জাহাজটি আটকে দেয় নামিবিয়ান পোর্টস অথরিটি (নেমপোর্ট)।

বিবিসির খবরে বলা হয়েছে, চলমান গাজা যুদ্ধে ইসরাইলের জন্য বিস্ফোরক বোঝাই জাহাজ পাঠিয়েছে ভিয়েতনাম। পরে ইসরাইলগামী এমভি ক্যাথরিন নারে জাহাজটিতে যুদ্ধের সামরিক মালামাল পরিবহন করছে বলে কর্তৃপক্ষের সন্দেহ হয়। ফলে তারা নামিবিয়ায় নোঙর করার অনমতি দেয়নি।

নামিবিয়ার আইনমন্ত্রী ইভন ডাউসাব দাবি করেছেন, ওই জাহাজে ইসরাইলের জন্য নির্দিষ্ট বিস্ফোরক দ্রব্য ছিল। ফলে জাহাজটিকে নোঙর করতে দেয়া হয়নি। ভিয়েতনাম থেকে রওনা হওয়া জাহাজটি উত্তরে ভূমধ্যসাগরের দিকে যাওয়ার আগে ওয়ালভিস উপসাগরে ডক করার অনুরোধ করেছিল।

ওয়ালভিস বে নামিবিয়ার বৃহত্তম বাণিজ্যিক বন্দর। এটি আফ্রিকা মহাদেশের পশ্চিম দিকে অবস্থিত। প্রতি বছর প্রায় ৯০০টি জাহাজ এবং প্রায় আট মিলিয়ন টন কার্গো পরিচালনা করে নামিবিয়ান পোর্টস অথরিটি (নামপোর্ট)।

সূত্র : জেরুসালেম পোস্ট