নতুন বাংলাদেশের হাওয়া লেগেছে ক্রীড়াঙ্গনে, স্বাধীনতার পূর্ণ স্বাদ ভোগ করছে ক্রিকেট ও ফুটবল খেলোয়াড়রা। দেশের বাইরে থেকে একের পর এক সুখবর বয়ে আসছে।
একদিন আগেই টেস্ট ক্রিকেট নতুন এক কীর্তি গড়েছে বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের ১০ উইকেট হারিয়ে বিশ্ব বন্দনায় মেতে ছিল সাকিব-মুশফিক-শান্তরা। ঠিক তার একদিন পরই এলো আরও এক আনন্দ উদযাপনের সংবাদ। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। ট্রাইবেকারে ৪-৩ গোলের জয় তুলে নেয় বাংলাদেশের যুবারা।
সোমবার নেপালে অনুষ্ঠিত ম্যাচের ৩৬ মিনিটে আসাদুল মোল্লা প্রথমে গোল করে বাংলাদেশকে লিড এনে দেয়। পরে ৭৫ মিনিটে ওই গোল শোধ করেন ভারতের রিকি মেথি হাওবাম। তবে দ্বিতীয়ার্ধে আর গোল না হওয়ায় ম্যাচ গড়ায় ট্রাইবেকারে।
টাইব্রেকারে ভারত প্রথম শট মিস করলেও পরের তিন শটেই গোল পায়। তবে বাংলাদেশের ফুটবলার চার শটের একটিও মিস না করায় উঠে যায় ফাইনালে।
বাংলাদেশ আগামী ২৮ আগস্ট সাফের অনূর্ধ্ব-২০ পর্যায়ের শিরোপা জয়ের লড়াইয়ে নামবে। ফাইনালে ওই ম্যাচে বাংলাদেশ যুবাদের প্রতিদ্বন্দ্বী স্বাগতিক নেপাল। এর আগে গ্রুপ পর্বে এই নেপালের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ।