প্রবল বর্ষণ ও উজানের ঢলের তীব্রতায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নের ২৩ ভেন্ট রেগুলেটর ভেঙে গেছে। এতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ, কবিরহাট এবং ফেনীর সোনাগাজী দাগনভূঞাসহ আশপাশের এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে জনভীতি।
সোমবার (২৬ আগস্ট) দুপুর ১২টা ১০ মিনিটে নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বিষয়টি গণমাধ্যকে নিশ্চিত করেন।
তিনি বলেন, তীব্র পানির তোড়ে রেগুলেটর দেবে গিয়ে রেগুলেটরের দরজা ও মাঝখান অংশে ভেঙে গেছে। ভাটার সময় বন্যার পানি নামলেও জোয়ারের সময় এখন লোকালয়ে পানি প্রবেশ করতে পারে। বিষয়টি নিয়ে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের টিমসহ এতে সংশ্লিষ্ট অন্যান্যরা নিরলস-ভাবে কাজ করছেন।এ মূহুর্তে তিনি নিজেও মুছাপুর রেগুলেটর পরিদর্শনে রওয়ানা হয়েছেন বলে গণমাধ্যকে জানান।