৩১ মার্চ-৪ এপ্রিল ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্টিত সে টেস্ট মাচ খেলতে নেমে দুই ইনিংসে মাত্র ৯ রান করে দল থেকে ছিটকে গেছিলেন প্রতিভাবান এই অপেনার। অবশেষে রাওয়ালপিণ্ডিতে প্রথম টেস্ট খেলতে নেমেই ঝলক দেখালেন। । বাংলাদেশী খেলোয়াড়দের অধারাবাহিকতার যে সংস্কৃতি তা থেকে সাদমান ইসলাম বের হতে পারেন কি না সেটায় দখার বিষয়।
গতকাল জাকিরের সাথে ব্যাট করতে নেমে ১২ রানে অপরাজিত ছিলেন। আজ শুরুতে দেখে শুনে ব্যাট করে তার দৃঢ়তার পরিচয় দিচ্ছিলেন। লাঞ্চের আগে ১২৩ বলে ৫৩ রান করে তার ৩য় ফিফটি তুলে নেন।
৭ রানের আক্ষেপ রয়েই গেলো। সেঞ্চুরির আগ মুহুর্তে যখন আরো দায়িত্বশীলতার পরিচয় দিতে হয় সেখানে বিলাসী বেশেই দেখা গেলো সাদমানকে। একটি ড্রাইভ করতে যেয়ে ব্যাট এবং প্যাডের মাঝখানে বিশাল গ্যাপের মধ্যে দিয়ে মোহাম্মাদ আলীর বল স্টাম্পে আঘাত হানার সাথে সাথেই তার স্বপ্ন ফিকে হয়ে গেলো। ৯৩ রানেই ফিরে যেতে হলো সাদমান ইসলাম কে।
টি ব্রেকের আগে বাংলাদেশ ৪ উইকেটে ১৯৯ রান সংগ্রহ করে। অভিজ্ঞ মুশফিকুর রহিম ১৫ রানে অপরাজিত আছেন। বাংলাদেশ এখনো পাকিস্তানের চেয়ে ২৪৯ রানে পিছিয়ে রয়েছে।
সাদমান ইসলামের ৩০ নভেম্বর ২০১৮ সালে ওয়েস্ট-ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়।