জাকির হাসান ও নাজমুল হোসেনের উইকেট হারালেও সাদমান ইসলাম ও মুমিনুল হকের ব্যাটে চড়ে রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। ৩ ঘণ্টার বর্ধিত সেশনের শেষ বলে গিয়ে ফিফটির দেখা পেয়েছেন সাদমান, ১২৩ বলে ৫৩ রান নিয়ে মধ্যাহ্নবিরতিতে গেছেন তিনি। ২০২২ সালের পর প্রথম টেস্ট খেলতে নেমেই ফিফটির দেখা পেলেন এ বাঁহাতি ওপেনার। তাঁর সঙ্গী মুমিনুল অপরাজিত ৬৬ বলে ৪৫ রান করে। বাংলাদেশের স্কোর ৪৮ ওভারে ২ উইকেটে ১৩৪ রান, প্রথম ইনিংসে তারা এখন পিছিয়ে ৩১৪ রানে। দুজনের জুটি অবিচ্ছিন্ন ৮১ রানে।
বিনা উইকেটে ২৭ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা বাংলাদেশ প্রথম উইকেট হারায় দিনের পঞ্চম ও ইনিংসের ১৭তম ওভারে। নাসিম শাহর অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন জাকির। সকালে যিনি টিকে থাকার লড়াইটাই বেশি করেছেন। প্রায় প্রথম স্লিপের পজিশনে গিয়ে দুর্দান্ত ক্যাচ নেন রিজওয়ান।
অধিনায়ক নাজমুল ওভার দশেক টিকলেও স্কোর বড় করতে পারেননি। খুররম শেহজাদের ভেতরের দিকে ঢোকা বলে বোল্ড হন তিনি ৪২ বলে ১৬ রান করে। পাকিস্তানকে অবশ্য এরপর আর উইকেট পেতে দেননি সাদমান-মুমিনুল।
মুমিনুল স্ট্রাইক বদল করে গেছেন নিয়মিত, সুযোগ পেলে শটও খেলেছেন। সাদমান অনেকটা সময় খোলসবন্দি থাকলেও উইকেট হারাননি। ৪৮ থেকে ফিফটি পর্যন্ত যেতেই তিনি খেলেছেন ১৯ বল। এখন পর্যন্ত ইনিংসে ৬টি চার মেরেছেন তিনি।