3:58 pm, Thursday, 12 September 2024

পাকিস্তানে পুলিশের গাড়ি লক্ষ্য করে রকেট হামলা, অবস্থা ভয়াবহ

পাকিস্তানে পুলিশের গাড়ি লক্ষ্য করে রকেট হামলা, নিহত ১১ - সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech
পাকিস্তানে পুলিশের গাড়ি লক্ষ্য করে রকেট হামলা, অবস্থা ভয়াবহ

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল অন্তত ১১ জন পুলিশ কর্মকর্তার। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরো সাতজন।

পাকিস্তানের সংবাদপত্র ‘ডন’-এর প্রতিবেদন অনুসারে, বৃহস্পতিবার পাঞ্জাব প্রদেশের মচকা এলাকায় তল্লাশি অভিযানে বেরিয়েছিল পুলিশের একটি কনভয়। কনভয়ে থাকা দু’টি পুলিশভ্যান রহিম ইয়ার খান জেলা থেকে ফিরছিল। কিন্তু সেগুলো খারাপ হয়ে যাওয়ায় রাস্তায় দাঁড়িয়ে পড়ে। ওই সময়েই অতর্কিতে রকেট হামলা চালানো হয়।

এই ঘটনার স্থানীয় দুর্বৃত্তরা জড়িত বলে ধারণা প্রশাসনের।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ হামলার ঘটনার নিন্দা করার পাশাপাশি ওই এলাকায় দুর্বৃত্তদের দমনে দ্রুত এবং কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন।

ঘটনার নিন্দা করেছেন নওয়াজ শরিফের মেয়ে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজও। অপরাধীদের কঠোর শাস্তি দেয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

পাঞ্জাব পুলিশের এক মুখপাত্র জানান, হতাহতের সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে। হামলার পরেই এলাকা ছেড়ে পালিয়ে যান দুর্বৃত্তরা। দ্রুত আহত পুলিশ কর্মকর্তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম, পাঞ্জাব পুলিশের আইজি উসমান আনওয়ারকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেন এবং দুর্বৃত্তদের দ্বারা অপহৃত পুলিশ কর্মকর্তাদের মুক্তির বিষয়টি সুনিশ্চিত করতে বলেন।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

Popular Post

পাকিস্তানে পুলিশের গাড়ি লক্ষ্য করে রকেট হামলা, অবস্থা ভয়াবহ

Update Time : 11:52:23 am, Friday, 23 August 2024
পাকিস্তানে পুলিশের গাড়ি লক্ষ্য করে রকেট হামলা, অবস্থা ভয়াবহ

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল অন্তত ১১ জন পুলিশ কর্মকর্তার। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরো সাতজন।

পাকিস্তানের সংবাদপত্র ‘ডন’-এর প্রতিবেদন অনুসারে, বৃহস্পতিবার পাঞ্জাব প্রদেশের মচকা এলাকায় তল্লাশি অভিযানে বেরিয়েছিল পুলিশের একটি কনভয়। কনভয়ে থাকা দু’টি পুলিশভ্যান রহিম ইয়ার খান জেলা থেকে ফিরছিল। কিন্তু সেগুলো খারাপ হয়ে যাওয়ায় রাস্তায় দাঁড়িয়ে পড়ে। ওই সময়েই অতর্কিতে রকেট হামলা চালানো হয়।

এই ঘটনার স্থানীয় দুর্বৃত্তরা জড়িত বলে ধারণা প্রশাসনের।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ হামলার ঘটনার নিন্দা করার পাশাপাশি ওই এলাকায় দুর্বৃত্তদের দমনে দ্রুত এবং কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন।

ঘটনার নিন্দা করেছেন নওয়াজ শরিফের মেয়ে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজও। অপরাধীদের কঠোর শাস্তি দেয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

পাঞ্জাব পুলিশের এক মুখপাত্র জানান, হতাহতের সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে। হামলার পরেই এলাকা ছেড়ে পালিয়ে যান দুর্বৃত্তরা। দ্রুত আহত পুলিশ কর্মকর্তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম, পাঞ্জাব পুলিশের আইজি উসমান আনওয়ারকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেন এবং দুর্বৃত্তদের দ্বারা অপহৃত পুলিশ কর্মকর্তাদের মুক্তির বিষয়টি সুনিশ্চিত করতে বলেন।