10:39 pm, Wednesday, 22 January 2025

সমানে সমানে লড়ছে বাংলাদেশ-পাকিস্তান !

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বল হাতে শুরুটা দুর্দান্ত হলো বাংলাদেশের। পরে চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় পাকিস্তানকে লড়াইয়ে ফেরালেন সউদ শাকিল।
রাওয়ালপিন্ডি টেস্টের বৃষ্টি বিঘ্নিত প্রথম দিন ব্যাটে-বলে লড়াইটা হলো জমজমাট।

দিনের অর্ধেকের বেশি সময় কেড়ে নিয়েছে বৃষ্টি। খেলা হয়েছে মাত্র ৪১ ওভার।
এ থেকে পাকিস্তানের সংগ্রহ ১৫৪ রান। বাংলাদেশের অর্জন ৪ উইকেট।
১৬ রানে ৩ উইকেট হারানোর পর দারুণভাবে ম্যাচে ফেরে পাকিস্তান। ৯২ বলে ৫৭ রানে অপরাজিত শাকিল। মোহাম্মদ রিজওয়ান অপরাজিত ৩১ বলে ২৪ রানে। দুজনের জুটির সংগ্রহ ৪৪ রান।
প্রথমে বৃষ্টি ও পরে ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময়ের সাড়ে ৪ ঘণ্টা পর শুরু হয় খেলা। প্রাথমিকভাবে ৪৮ ওভার খেলার সিদ্ধান্ত হলেও আলোকস্বল্পতায় তা সম্ভব হয়নি।
দলীয় চতুর্থ ওভারে আব্দুল্লাহ শফিককে (১৪ বলে ২) জাকির হাসানের দুর্দান্ত ক্যাচে পরিণত করেন হাসান মাহমুদ। এরপর সপ্তম ও নবম ওভারে অধিনায়ক শান মাসুদ (১১ বলে ৬) ও বাবর আজমকে (২ বলে ০) তুলে নেন শরিফুল। দুইজনই উইকেটের পিছনে ধরা পড়েন।
বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়ে ২টি করে উইকেট নেন হাসান মাহমুদ ও শরিফুল।
শেষ সেশনে ক্যারিয়ারের প্রথম ফিফটি করে হাসানের দ্বিতীয় শিকার হন সাইম। এরপর রিজওয়ানকে নিয়ে দলকে এগিয়ে নেন শাকিল।

সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস: ৪১ ওভারে ১৫৮/৪
(শাফিক ২, সাইম ৫৬, মাসুদ ৬, বাবর ০, শাকিল ৫৭*, রিজওয়ান ২৪*; শরিফুল ১২-৪-৩০-২,
হাসান ১৩-৩-৩৩-২, নাহিদ ১-০-৪৮-০, মিরাজ ৪-০-২৪-০, সাকিব ২-০-১২-০)

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

সমানে সমানে লড়ছে বাংলাদেশ-পাকিস্তান !

Update Time : 11:27:52 pm, Wednesday, 21 August 2024

বল হাতে শুরুটা দুর্দান্ত হলো বাংলাদেশের। পরে চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় পাকিস্তানকে লড়াইয়ে ফেরালেন সউদ শাকিল।
রাওয়ালপিন্ডি টেস্টের বৃষ্টি বিঘ্নিত প্রথম দিন ব্যাটে-বলে লড়াইটা হলো জমজমাট।

দিনের অর্ধেকের বেশি সময় কেড়ে নিয়েছে বৃষ্টি। খেলা হয়েছে মাত্র ৪১ ওভার।
এ থেকে পাকিস্তানের সংগ্রহ ১৫৪ রান। বাংলাদেশের অর্জন ৪ উইকেট।
১৬ রানে ৩ উইকেট হারানোর পর দারুণভাবে ম্যাচে ফেরে পাকিস্তান। ৯২ বলে ৫৭ রানে অপরাজিত শাকিল। মোহাম্মদ রিজওয়ান অপরাজিত ৩১ বলে ২৪ রানে। দুজনের জুটির সংগ্রহ ৪৪ রান।
প্রথমে বৃষ্টি ও পরে ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময়ের সাড়ে ৪ ঘণ্টা পর শুরু হয় খেলা। প্রাথমিকভাবে ৪৮ ওভার খেলার সিদ্ধান্ত হলেও আলোকস্বল্পতায় তা সম্ভব হয়নি।
দলীয় চতুর্থ ওভারে আব্দুল্লাহ শফিককে (১৪ বলে ২) জাকির হাসানের দুর্দান্ত ক্যাচে পরিণত করেন হাসান মাহমুদ। এরপর সপ্তম ও নবম ওভারে অধিনায়ক শান মাসুদ (১১ বলে ৬) ও বাবর আজমকে (২ বলে ০) তুলে নেন শরিফুল। দুইজনই উইকেটের পিছনে ধরা পড়েন।
বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়ে ২টি করে উইকেট নেন হাসান মাহমুদ ও শরিফুল।
শেষ সেশনে ক্যারিয়ারের প্রথম ফিফটি করে হাসানের দ্বিতীয় শিকার হন সাইম। এরপর রিজওয়ানকে নিয়ে দলকে এগিয়ে নেন শাকিল।

সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস: ৪১ ওভারে ১৫৮/৪
(শাফিক ২, সাইম ৫৬, মাসুদ ৬, বাবর ০, শাকিল ৫৭*, রিজওয়ান ২৪*; শরিফুল ১২-৪-৩০-২,
হাসান ১৩-৩-৩৩-২, নাহিদ ১-০-৪৮-০, মিরাজ ৪-০-২৪-০, সাকিব ২-০-১২-০)