10:55 am, Sunday, 22 December 2024

হাথুরুর বিদায় চান বিসিবির নতুন সভাপতি

বিসিবির প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর থেকেই একের পর পরিবর্তন শুরু হয়েছে দেশের সর্বত্রই। সে ধারাবাহিকতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বেশ পরিবর্তন আসে। পদত্যাগ করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবিরি সভাপতি হিসেবে নিয়োগ পান ফারুক আহমেদ।

বিসিবি সভাপতি হিসেবে মনোনীত হওয়ার আগেই বাংলাদেশ দলের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে কড়া মন্তব্য করেছিলেন ফারুক আহমেদ। তিনি বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছিলেন লঙ্কান এই কোচকে তিনি বাংলাদেশ দলে চান না।

বুধবার আনুষ্ঠানিকভাবে বিসিবি সভাপতির দায়িত্ব নিয়েছেন ফারুক। দায়িত্ব বুঝে নেওয়ার পর দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে হাথুরুসিংহের ভবিষ্যৎ প্রসঙ্গে ফারুক আহমেদকে জিজ্ঞাসা করা হয়।

সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন হাথুরসিংহেকে নিয়ে করা নিজের আগের বক্তব্যের সঙ্গে এখনও তিনি আগের অবস্থানেই আছেন। এই কোচের মেয়াদ এবং বিকল্প পাওয়া যায় কিনা তা নিয়ে ভাববেন বলে জানালেন নবনিযুক্ত বিসিবি সভাপতি।

তিনি বলেন, ‘চন্ডিকা হাথুরুসিংহের চুক্তি কতদিন আমি আসলে জানি না। তবে আমি আমার আগের অবস্থানেই আছি (হাথুরুর বিদায় চান)। এখন যেহেতু আমি দায়িত্ব পেয়েছি। এখন আমি বিকল্প খুঁজবো, তার চাইতে বেটার কাউকে পাই কিনা, কাছাকাছি মানের কাউকে পাওয়া যায় কিনা এসব দেখবো।’

জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে দ্বন্দ্বে ২০১৭ সালে বাংলাদেশ দলের দায়িত্ব ছেড়েছিলেন হাথুরুসিংহে। এরপর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের দায়িত্ব নেন হাথুরুসিংহে। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত রয়েছে বিসিবির সঙ্গে তাঁর চুক্তি।

এর আগে জাতীয় দলের কোচ পদে পরিবর্তন আসবে কি না, এ প্রসঙ্গে ফারুক আহমেদের কথা, ‘এই মুহূর্তে বলা কঠিন। দুই-তিন দিন আমাদের কলিগদের সঙ্গে কথা বলি। একজন কোচকে যখন আনা হয়, তখন নিশ্চয়ই তিন-চারজনের শর্ট লিস্ট থাকে। অন্যরা আসতে পারবে, নাকি পারবে না—এটা দেখতে হবে।’

স্থানীয় কোচদের প্রসঙ্গও এসেছে সংবাদ সম্মেলনে। এ ব্যাপারে ফারুক আহমেদ বলেন, ‘লোকাল কোচ আমার মনে হয় খুব ভালো আছে। তবে আমিই একমাত্র ডিসিশন মেকার হওয়া উচিত নয়। হয়তো আমার ওপর দায়িত্বটা বেশি। কারণ, আমি সিদ্ধান্ত নেব। কিন্তু অন্যদের সঙ্গেও কথা বলতে হবে।’

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

কনক্রিট হল ব্লক- বাড়ির শক্ত ভিতের জন্য সেরা পছন্দ

হাথুরুর বিদায় চান বিসিবির নতুন সভাপতি

Update Time : 06:59:51 pm, Wednesday, 21 August 2024

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর থেকেই একের পর পরিবর্তন শুরু হয়েছে দেশের সর্বত্রই। সে ধারাবাহিকতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বেশ পরিবর্তন আসে। পদত্যাগ করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবিরি সভাপতি হিসেবে নিয়োগ পান ফারুক আহমেদ।

বিসিবি সভাপতি হিসেবে মনোনীত হওয়ার আগেই বাংলাদেশ দলের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে কড়া মন্তব্য করেছিলেন ফারুক আহমেদ। তিনি বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছিলেন লঙ্কান এই কোচকে তিনি বাংলাদেশ দলে চান না।

বুধবার আনুষ্ঠানিকভাবে বিসিবি সভাপতির দায়িত্ব নিয়েছেন ফারুক। দায়িত্ব বুঝে নেওয়ার পর দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে হাথুরুসিংহের ভবিষ্যৎ প্রসঙ্গে ফারুক আহমেদকে জিজ্ঞাসা করা হয়।

সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন হাথুরসিংহেকে নিয়ে করা নিজের আগের বক্তব্যের সঙ্গে এখনও তিনি আগের অবস্থানেই আছেন। এই কোচের মেয়াদ এবং বিকল্প পাওয়া যায় কিনা তা নিয়ে ভাববেন বলে জানালেন নবনিযুক্ত বিসিবি সভাপতি।

তিনি বলেন, ‘চন্ডিকা হাথুরুসিংহের চুক্তি কতদিন আমি আসলে জানি না। তবে আমি আমার আগের অবস্থানেই আছি (হাথুরুর বিদায় চান)। এখন যেহেতু আমি দায়িত্ব পেয়েছি। এখন আমি বিকল্প খুঁজবো, তার চাইতে বেটার কাউকে পাই কিনা, কাছাকাছি মানের কাউকে পাওয়া যায় কিনা এসব দেখবো।’

জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে দ্বন্দ্বে ২০১৭ সালে বাংলাদেশ দলের দায়িত্ব ছেড়েছিলেন হাথুরুসিংহে। এরপর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের দায়িত্ব নেন হাথুরুসিংহে। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত রয়েছে বিসিবির সঙ্গে তাঁর চুক্তি।

এর আগে জাতীয় দলের কোচ পদে পরিবর্তন আসবে কি না, এ প্রসঙ্গে ফারুক আহমেদের কথা, ‘এই মুহূর্তে বলা কঠিন। দুই-তিন দিন আমাদের কলিগদের সঙ্গে কথা বলি। একজন কোচকে যখন আনা হয়, তখন নিশ্চয়ই তিন-চারজনের শর্ট লিস্ট থাকে। অন্যরা আসতে পারবে, নাকি পারবে না—এটা দেখতে হবে।’

স্থানীয় কোচদের প্রসঙ্গও এসেছে সংবাদ সম্মেলনে। এ ব্যাপারে ফারুক আহমেদ বলেন, ‘লোকাল কোচ আমার মনে হয় খুব ভালো আছে। তবে আমিই একমাত্র ডিসিশন মেকার হওয়া উচিত নয়। হয়তো আমার ওপর দায়িত্বটা বেশি। কারণ, আমি সিদ্ধান্ত নেব। কিন্তু অন্যদের সঙ্গেও কথা বলতে হবে।’