ভারতীয় চলচ্চিত্র পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী মারা গেছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার রিজেন্ট পার্কের বাড়িতে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। খবর সংবাদ প্রতিদিনের।
আশির দশকে ‘ময়নাতদন্ত’, ‘চোখ’, ‘দেবশিশু’র মতো আলোচিত ছবি পরিচালনা করেছেন তিনি।পত্রিকাটি লিখেছে, আজ সন্ধ্যায় চা খেয়েছিলেন উৎপলেন্দু। তারপরই ঝিমিয়ে পড়েন। খবর দেওয়া হয় চিকিৎসকে। কিন্তু ততক্ষণে সব শেষ।
পরিচালক উৎপলেন্দু চক্রবর্তীর মেয়ে ঋতাভরী ও চিত্রাঙ্গদা চক্রবর্তী অভিনয় করেন। তাঁর মৃত্যুর খবরে টলিউডে শোকের ছায়া নেমে এসেছে।দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী। হাসপাতালে বেশ কয়েক দিন থাকতে হয়েছিল তাঁকে। তাঁর চিকিৎসার যাবতীয় খরচ বহন করে রাজ্য সরকার। গত মে মাসের শুরুতে হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে ফেরেন পরিচালক।
উৎপলেন্দু চক্রবর্তী রাষ্ট্রপতি পুরস্কার ও বঙ্গবিভূষণ পুরস্কার পেয়েছেন।