7:52 pm, Wednesday, 15 January 2025

দৌলতপুর সীমান্তে ৫ বাংলাদেশি আটক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ভারতের ভূখন্ডে অনুপ্রবেশের দায়ে ৫ বাংলাদেশি তরুণকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

রোববার (১৮ আগস্ট) ভোরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্ত এলাকা থেকে বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়।ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার মেঘনা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের আটক করে নিজেদের ক্যাম্পে নিয়ে যায়। আটককৃতরা হলেন, জামালপুর সীমান্ত সংলগ্ন এলাকার কাবুল হোসেনের ছেলে রাব্বি হোসেন (১৭), লালন হোসেনের ছেলে বিপ্লব হোসেন (১৮), বিশু মন্ডলের ছেলে জিয়ারুল ইসলাম (১৭), জুলমত হোসেনের ছেলে রফিকুল ইসলাম (১৮) ও জিল্লুর রহমানের ছেলে রোহান হোসেন (১৭)। ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলার প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল। তিনি বলেন, রোববার ভোরে জামালপুর সীমান্তের ভারত ভূখন্ড থেকে পাঁচ বাংলাদেশি যুবককে আটক করে নিয়ে গেছে বিএসএফ।এ বিষয়ে বিজিবি’র প্রাগপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার বাশারুল ইসলাম ইত্তেফাককে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে আমাদের সঙ্গে পতাকা বৈঠক করে বিএসএফ। তবে, আটককৃতদের দেশে ফেরত পাঠাবে না ভারতের পুলিশে হস্তান্তর করা হবে, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনও জানায়নি বিএসএফ।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

দৌলতপুর সীমান্তে ৫ বাংলাদেশি আটক

Update Time : 08:30:50 pm, Sunday, 18 August 2024

ভারতের ভূখন্ডে অনুপ্রবেশের দায়ে ৫ বাংলাদেশি তরুণকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

রোববার (১৮ আগস্ট) ভোরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্ত এলাকা থেকে বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়।ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার মেঘনা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের আটক করে নিজেদের ক্যাম্পে নিয়ে যায়। আটককৃতরা হলেন, জামালপুর সীমান্ত সংলগ্ন এলাকার কাবুল হোসেনের ছেলে রাব্বি হোসেন (১৭), লালন হোসেনের ছেলে বিপ্লব হোসেন (১৮), বিশু মন্ডলের ছেলে জিয়ারুল ইসলাম (১৭), জুলমত হোসেনের ছেলে রফিকুল ইসলাম (১৮) ও জিল্লুর রহমানের ছেলে রোহান হোসেন (১৭)। ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলার প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল। তিনি বলেন, রোববার ভোরে জামালপুর সীমান্তের ভারত ভূখন্ড থেকে পাঁচ বাংলাদেশি যুবককে আটক করে নিয়ে গেছে বিএসএফ।এ বিষয়ে বিজিবি’র প্রাগপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার বাশারুল ইসলাম ইত্তেফাককে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে আমাদের সঙ্গে পতাকা বৈঠক করে বিএসএফ। তবে, আটককৃতদের দেশে ফেরত পাঠাবে না ভারতের পুলিশে হস্তান্তর করা হবে, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনও জানায়নি বিএসএফ।