ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ আর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মোহাম্মদ রিয়াজ (২২)।
আজ শনিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিয়াজ মারা যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত শিক্ষার্থীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, রিয়াজ বরিশাল মুলাদী ডিগ্রি কলেজের স্নাতক (সম্মান) শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
৪ আগস্ট রাজধানীর জিগাতলায় রিয়াজ গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। আজ বিকেল চারটায় তিনি মারা যান।
গণমাধ্যমের হিসাব অনুযায়ী, ১৬ জুলাই থেকে ১৭ আগস্ট পর্যন্ত ৬২৫ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ১৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত নিহত হন কমপক্ষে ৩৫৪ জন। আর ৫ থেকে ১৭ আগস্ট পর্যন্ত আরও অন্তত ২৭১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।