1:42 am, Monday, 23 December 2024

গৌরনদীতে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চাঁদা না দেওয়ায় বরিশালের গৌরনদীর বার্থী ইউনিয়ন ছাত্রলীগের কর্মী রাশেদ শিকদারকে (২২) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রদলের নেতা-কর্মীর বিরুদ্ধে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় হত্যার ঘটনা ঘটে।

এ ঘটনায় আজ শনিবার নিহত ব্যক্তির বড় ভাই রাসেল শিকদার বাদী হয়ে বার্থী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. আল আমিনসহ পাঁচজনের নাম উল্লেখ করে গৌরনদী মডেল থানায় হত্যা মামলা করেন। এর আগে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।নিহত রাশেদ শিকদার গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বড়দুলালী গ্রামের কালাম শিকদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, বার্থী ইউনিয়ন ছাত্রলীগের সদস্য রাশেদ শিকদার কোটা আন্দোলন শুরু হলে পারিবারিক চাপে গত জুলাই মাসে তাবলিগ জামাতে চলে যান। তাবলিগে থাকা অবস্থায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন ছবি ও লেখা পোস্ট করতেন। এতে ছাত্রদল নেতারা তাঁর ওপর ক্ষিপ্ত ছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন বার্থী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল আমিন (২৬) ও তাঁর সহকর্মীরা। রাশেদ চাঁদা দিতে না চাইলে তাঁকে হুমকি দিয়ে আসছিলেন তাঁরা।

নিহত রাশেদের মা হাসনু বেগম (৪৫) বলেন, শুক্রবার দুপুরে রাশেদ বাড়িতে আসেন। সন্ধ্যায় কে বা কারা তাঁকে ফোন দিয়ে বার্থী বাজারে যেতে বলেন। এরপর তিনি বাজারে যান। রাতে জানতে পারেন ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

রাশেদের বড় ভাই রাসেল শিকদার অভিযোগ করেন, ‘আমার ভাইয়ের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে বার্থী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল আমিন, তাঁর ছোট ভাই হামিম তালুকদার, সাইমন তালুকদার (১৯), সোহাগ খানসহ (১৮) তাদের ১০–১৫ জন সহযোগী। রাশেদ চাঁদার টাকা দিতে অস্বীকার করায় তারা ক্ষিপ্ত হয়। শুক্রবার ঢাকা থেকে বাড়িতে যায় এবং সন্ধ্যায় সন্ত্রাসীরা ফোন দিয়ে বার্থী বাজারে নিয়ে রাতে তাঁকে পিটিয়ে হত্যা করে।’

অভিযোগের ব্যাপারে জানতে বার্থী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. আল আমিনের মুঠোফোনে কল করলে তা বন্ধ পাওয়া যায়।

গৌরনদী উপজেলা ছাত্রদলের সভাপতি মো. রুবেল গোমস্তা বলেন, ‘ঘটনা সম্পর্কে আমি কিছু জানি না। খোঁজ নিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আল আমিনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, দাবি করা এক লাখ টাকা চাঁদা না পেয়ে পিটিয়ে রাশেদ শিকদারকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাঁর বড় ভাই রাসেল শিকদার বাদী হয়ে আল আমিনকে প্রধান আসামি করে হত্যা মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

গৌরনদীতে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

Update Time : 04:49:00 pm, Saturday, 17 August 2024

চাঁদা না দেওয়ায় বরিশালের গৌরনদীর বার্থী ইউনিয়ন ছাত্রলীগের কর্মী রাশেদ শিকদারকে (২২) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রদলের নেতা-কর্মীর বিরুদ্ধে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় হত্যার ঘটনা ঘটে।

এ ঘটনায় আজ শনিবার নিহত ব্যক্তির বড় ভাই রাসেল শিকদার বাদী হয়ে বার্থী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. আল আমিনসহ পাঁচজনের নাম উল্লেখ করে গৌরনদী মডেল থানায় হত্যা মামলা করেন। এর আগে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।নিহত রাশেদ শিকদার গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বড়দুলালী গ্রামের কালাম শিকদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, বার্থী ইউনিয়ন ছাত্রলীগের সদস্য রাশেদ শিকদার কোটা আন্দোলন শুরু হলে পারিবারিক চাপে গত জুলাই মাসে তাবলিগ জামাতে চলে যান। তাবলিগে থাকা অবস্থায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন ছবি ও লেখা পোস্ট করতেন। এতে ছাত্রদল নেতারা তাঁর ওপর ক্ষিপ্ত ছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন বার্থী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল আমিন (২৬) ও তাঁর সহকর্মীরা। রাশেদ চাঁদা দিতে না চাইলে তাঁকে হুমকি দিয়ে আসছিলেন তাঁরা।

নিহত রাশেদের মা হাসনু বেগম (৪৫) বলেন, শুক্রবার দুপুরে রাশেদ বাড়িতে আসেন। সন্ধ্যায় কে বা কারা তাঁকে ফোন দিয়ে বার্থী বাজারে যেতে বলেন। এরপর তিনি বাজারে যান। রাতে জানতে পারেন ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

রাশেদের বড় ভাই রাসেল শিকদার অভিযোগ করেন, ‘আমার ভাইয়ের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে বার্থী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল আমিন, তাঁর ছোট ভাই হামিম তালুকদার, সাইমন তালুকদার (১৯), সোহাগ খানসহ (১৮) তাদের ১০–১৫ জন সহযোগী। রাশেদ চাঁদার টাকা দিতে অস্বীকার করায় তারা ক্ষিপ্ত হয়। শুক্রবার ঢাকা থেকে বাড়িতে যায় এবং সন্ধ্যায় সন্ত্রাসীরা ফোন দিয়ে বার্থী বাজারে নিয়ে রাতে তাঁকে পিটিয়ে হত্যা করে।’

অভিযোগের ব্যাপারে জানতে বার্থী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. আল আমিনের মুঠোফোনে কল করলে তা বন্ধ পাওয়া যায়।

গৌরনদী উপজেলা ছাত্রদলের সভাপতি মো. রুবেল গোমস্তা বলেন, ‘ঘটনা সম্পর্কে আমি কিছু জানি না। খোঁজ নিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আল আমিনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, দাবি করা এক লাখ টাকা চাঁদা না পেয়ে পিটিয়ে রাশেদ শিকদারকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাঁর বড় ভাই রাসেল শিকদার বাদী হয়ে আল আমিনকে প্রধান আসামি করে হত্যা মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।