6:47 am, Friday, 27 December 2024

ঢাকায় নিজ দেশের নাগরিকদের সতর্ক করল মার্কিন দূতাবাস

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতির কারণে বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থান করা নিজ দেশের নাগরিকদের সতর্ক করল মার্কিন দূতাবাস।

শনিবার (৩ আগস্ট) ঢাকার মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে এ সতর্কতা জানানো হয়েছে।

আগামীকাল রোববার (৪ আগস্ট) থেকে শুরু হওয়া একটি ‘সম্পূর্ণ অসহযোগ’ আন্দোলনের ডাকগুলোর জন্যও সচেতন হওয়া এবং আগামী দিনে আরও বিক্ষোভ হবে বলে আশঙ্কা করছে মার্কিন দূতাবাস। ঠিক এই কারণেই ঢাকায় অবস্থানরত নাগরিকদের সতর্ক করেছে দেশটি।

বিবৃতিতে বলা হয়, দূতাবাসের কর্মীরা যেন চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেন। নিরাপত্তাহীনতা বোধ করলে নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার বিষয়টিও বিবেচনা করতে বলা হয়েছে। দূতাবাস কর্মীদের কূটনৈতিক এলাকায় চলাচলে সর্তক থাকার পাশাপাশি দুপুর ১২টা থেকে বিচারক শাহাবুদ্দীন আহমেদ পার্ক এড়িয়ে যেতে বলা হয়েছে।

বিবৃতিতে স্থানীয় ঘটনাসহ আশপাশের পরিস্থিতির বিষয়ে সচেতন থাকার পাশাপাশি কী ঘটছে সে বিষয়ে অবহিত থাকার জন্য স্থানীয় সংবাদমাধ্যমগুলো পর্যবেক্ষণ করার অনুরোধ জানানো হয়। এমন পরিস্থিতিতে স্বল্প পরিসরে দূতাবাসের কার্যক্রম চলবে বলেও জানানো হয়।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat বাংলাদেশ ডিপ্লোম্যাট

Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট | A Popular News Portal Of Bangladesh.

কনক্রিট হল ব্লক- বাড়ির শক্ত ভিতের জন্য সেরা পছন্দ

ঢাকায় নিজ দেশের নাগরিকদের সতর্ক করল মার্কিন দূতাবাস

Update Time : 08:06:00 pm, Saturday, 3 August 2024

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতির কারণে বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থান করা নিজ দেশের নাগরিকদের সতর্ক করল মার্কিন দূতাবাস।

শনিবার (৩ আগস্ট) ঢাকার মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে এ সতর্কতা জানানো হয়েছে।

আগামীকাল রোববার (৪ আগস্ট) থেকে শুরু হওয়া একটি ‘সম্পূর্ণ অসহযোগ’ আন্দোলনের ডাকগুলোর জন্যও সচেতন হওয়া এবং আগামী দিনে আরও বিক্ষোভ হবে বলে আশঙ্কা করছে মার্কিন দূতাবাস। ঠিক এই কারণেই ঢাকায় অবস্থানরত নাগরিকদের সতর্ক করেছে দেশটি।

বিবৃতিতে বলা হয়, দূতাবাসের কর্মীরা যেন চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেন। নিরাপত্তাহীনতা বোধ করলে নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার বিষয়টিও বিবেচনা করতে বলা হয়েছে। দূতাবাস কর্মীদের কূটনৈতিক এলাকায় চলাচলে সর্তক থাকার পাশাপাশি দুপুর ১২টা থেকে বিচারক শাহাবুদ্দীন আহমেদ পার্ক এড়িয়ে যেতে বলা হয়েছে।

বিবৃতিতে স্থানীয় ঘটনাসহ আশপাশের পরিস্থিতির বিষয়ে সচেতন থাকার পাশাপাশি কী ঘটছে সে বিষয়ে অবহিত থাকার জন্য স্থানীয় সংবাদমাধ্যমগুলো পর্যবেক্ষণ করার অনুরোধ জানানো হয়। এমন পরিস্থিতিতে স্বল্প পরিসরে দূতাবাসের কার্যক্রম চলবে বলেও জানানো হয়।