যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসাবাসের আবেদনই কাল হয়ে দাড়াল ১০ হাজার বাংলাদেশির।
১০ হাজার বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠাতে যাচ্ছে যুক্তরাজ্য। এসব ব্যক্তিরা শিক্ষার্থী, ওয়ার্কিং ভিসা বা ভ্রমণ ভিসায় সেদেশে গিয়ে স্থায়ীভাবে বসবাসের আবেদন করেছিলেন।
জানা গেছে, গত বছর প্রায় ১১ হাজার বাংলাদেশি নাগরিক ব্রিটেনে শিক্ষার্থী হিসেবে পাড়ি জমিয়েছেন। তবে একমাত্র ১ বছরের মাথায় তারা সেখানে স্থায়ীভাবে বসবাসের অনুমতি প্রার্থনা করেছেন। কিন্তু আবেদনকৃত ব্যক্তিদের মাত্র ৫ শতাংশ নাগরিকরা প্রাথমিকভাবে সেখানে থাকার অনুমতি পেয়েছেন।
দেশটির অবৈধ অভিবাসন মন্ত্রী মাইকেল টমলিনসন গত সপ্তাহে বাংলাদেশি অবৈধ অভিবাসনপ্রত্যাশীদের দেশে ফেরত পাঠাতে একটি ফাস্ট ট্রাক চুক্তি সই করেছেন। এই চুক্তির আওতায় তাদের ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।
অবৈধ অভিবাসন মন্ত্রী বলেন, বাংলাদেশ আমাদের মূল্যবান অংশীদার। এটি একটি চমৎকার বিষয় যে, আমরা অন্যান্য বিষয়েও সম্পর্ক জোরদার করছি।
তিনি বলেন, আমরা এই ধরনের চুক্তির পরিষ্কার প্রভাব লক্ষ্য করছি। আমরা মনে করি, বৈশ্বিক সমস্যার বৈশ্বিক সমাধান প্রয়োজন। এবং আমরা নিয়মতান্ত্রিকভাবে বাংলাদেশের সাথে আরও কাজ করতে আগ্রহী।