চাকরির বয়স ৩৫ করার দাবিতে রাজধানীতে আন্দোলনরত চাকরিপ্রত্যাশীদের গণভবন অভিমুখে পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ।
জানা গেছে, শনিবার বিকেল ৩টার দিকে রাজু ভাস্কর্য থেকে পদযাত্রা নিয়ে গণভবন অভিমুখে যাত্রা করেন চাকরিপ্রত্যাশীরা। চট্টগ্রাম, কুমিল্লা, মানিকগঞ্জ, গাজীপুরসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩৫ প্রত্যাশীরা এসে জড়ো হন। পদযাত্রাটি শাহবাগ থানার সামনে এলে পুলিশ তাদের বাধা দেয়।
এর আগে আজ দুপুর ১২টা থেকে জড়ো হতে থাকেন চাকরিপ্রত্যাশীরা। সেসময় একাধিক ৩৫ প্রত্যাশীর সঙ্গে কথা বলে জানা যায়, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ৩৫ বছর করার দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দেয়ার পরে ৩৫ প্রত্যাশীরা লাগাতার কর্মসূচির কথা ভাবছেন। তারই অংশ হিসেবে আজকের সমাবেশের ঘোষণা দেয়া হয়েছে।
উল্লেখ্য, বর্তমানে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর। দীর্ঘদিন ধরেই শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানিয়ে আসছেন।