মালয়ালম অভিনেত্রী প্রিয়া মারা গেছেন। হৃদ্রোগে আক্রান্ত হয়ে ভারতের একটি বেসরকারি হাসপাতালে ৩৫ বছর বয়সী অভিনেত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। ভারতীয় এই গণমাধ্যমটি জানায়, মৃত্যুর সময় আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন প্রিয়া। তবে তবে অভিনেত্রীর মৃত্যু হলেও তাঁর গর্ভের সন্তানকে বাঁচানো সম্ভব হয়েছে। সন্তান বর্তমানে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে, নিয়মিত চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন প্রিয়া। সেখানেই হার্ট অ্যাটাকে মারা যান তিনি। অভিনেতা কিশোর সত্য সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘মালয়ালম টিভি দুনিয়ায় আরেকটি শোকের খবর।
আরও পড়ুন
হোটেলকক্ষে অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু
অভিনেত্রী চিকিৎসক প্রিয়া হার্ট অ্যাটাকে মারা গেছেন। মারা যাওয়ার সময় তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁর সন্তানকে আইসিইউতে রাখা হয়েছে। তার কোনো স্বাস্থ্যগত সমস্যা নেই।’
এই অভিনেতা আরও লিখেছেন, একমাত্র মেয়ের মৃত্যু মেনে নিতে পারছেন না প্রিয়ার মা, ভেঙে পড়েছেন তাঁর স্বামী নান্না। এরপর রঞ্জুসার মৃ্ত্যুর প্রসঙ্গ টেনে আনেন তিনি। দুই দিন আগেই তিরুবনন্তপুরমে নিজের আবাসন থেকে উদ্ধার করা হয় আরেক মালয়ালম টিভি অভিনেত্রী রঞ্জুসা মেননের ঝুলন্ত দেহ। প্রাথমিক তদন্তে অনুমান আত্মহত্যা করেছেন অভিনেত্রী।
মালায়ালি টেলিভিশন ইন্ডাস্ট্রির পরিচিত নাম প্রিয়া। ‘কারুথামুথু’ সিরিয়ালে অভিনয় করে লাইমলাইটে উঠে এসেছিলেন প্রয়াত অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি পেশায় চিকিৎসক ছিলেন প্রিয়া। বিয়ের পর অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন। তিরুবনন্তপুরমের পিআরএস হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন তিনি।