ব্যান্ডের তারকাদের পদচারণে জমজমাট পেন্টাগন ব্যান্ডের ৩০ বছর পূর্তি অনুষ্ঠান
- Update Time : ১০:২৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
- / ৯২৪ Time View
ঢাকার গুলশান ক্লাবে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত এ আয়োজন পরিণত হয় দেশের ব্যান্ড সংগীতের তারকাদের এক মিলনমেলায়। রেনেসাঁ ব্যান্ডের নকীব খান, পিলু খান, এমরান রহমান, মাইলসের হামিন আহমেদ, মানাম আহমেদ, ইকবাল আসিফ জুয়েল, তুর্য।
ফিডব্যাক ব্যান্ডের ফোয়াদ নাসের বাবু, লাবু রহমান, মাকসুদ ও ঢাকার মাকসুদুল হক, সোলস ব্যান্ডের পার্থ বড়ুয়া, রকস্ট্রাটা ব্যান্ডের আরশাদ আমিন, ওয়ারফেজ ব্যান্ডের শেখ মনিরুল আহমেদ টিপু, শামস, রজার, পলাশ, সোমেন, দলছুট ব্যান্ডের বাপ্পা মজুমদার, ক্রিপটিক ফেইট ব্যান্ডের শাকিব, পার্থিব ব্যান্ডের রুমন, পাওয়ার সার্জের ব্যান্ডের জামশেদ প্রমুখ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন দেশের বরেণ্য শিল্পী দম্পতি রফিকুল আলম ও আবিদা সুলতানা।

পেন্টাগন ব্যান্ডের তিন দশক পূর্তির আয়োজনে আরও শিল্পী কানিজ সুবর্ণা এবং বিভিন্ন সময়ে পেন্টাগন ব্যান্ড ছেড়ে যাওয়া সদস্যরা।
পেন্টাগন ব্যান্ডের সদস্য সুমন, টিপু, মোরশেদ, আলিফ, ফায়সাল, ইয়ানি মৃদুল, জয় এ আয়োজনের নানা সময়ে তাঁদের জনপ্রিয় সব গান গেয়ে শোনান। বাদ যায়নি জনপ্রিয় ইংরেজি গানও।
আয়োজনের শুরুতে ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য সুমনের মেয়ে লুবাইয়না দুটো গান গেয়ে শোনান। পরবর্তীকালে পার্থিব ব্যান্ডের রুমন গেয়ে শোনান—‘তুমি আমার জীবনের সাধনা’।
এরপর স্টেজে আসে পেন্টাগন ব্যান্ড। তারা একে একে গেয়ে শোনান—‘বৃষ্টি’, ‘সংশয়’, ‘সূর্য না ওঠা সকালে’, ‘জোনাকিরা জ্বলে নেভে’। তারা আরও পরিবেশন করেন এলান পারসন প্রজেক্টের ‘আই ইন দ্য স্কাই’সহ বব মার্লে, কার্লোস সান্টানার গান।
পেন্টাগন ব্যান্ডের পরিবেশনার পরপরই মঞ্চে আসে দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ। তারা একে একে গেয়ে শোনায়—‘অবাক ভালোবাসা’, ‘বসে আছি’; গানস অ্যান্ড রোজেসের ‘সুইট চাইল্ড ওমাইন’, স্করপিয়ন্সের ‘রক ইউ লাইক এ হেরিকেন’, মাইকেল জ্যাকসনের ‘বিট ইট’।
এরপর ব্যান্ডের সদস্যরা একসঙ্গে ৩০ বছর পূর্তির কেক কাটেন। এরপর পেন্টাগন ব্যান্ডের সঙ্গে মঞ্চে আসেন মাইলসের হামিন আহমেদ। তিনি পেন্টাগনের সঙ্গে বেশ কয়েকটি গানে গিটার বাজান। মঞ্চে আসেন মাকসুদুল হক। তিনি পেন্টাগনের সঙ্গে বিশ্বখ্যাত ব্যান্ড ঈগলসের ‘টেকিলা সানরাইজ’ গানটি পরিবেশন করেন। পেন্টাগন ব্যান্ডের সঙ্গে সবশেষে গান পরিবেশন করেন পার্থ বড়ুয়া ও বাপ্পা মজুমদার।