নভেম্বর মাসজুড়ে প্রেক্ষাগৃহে চারটি ও ওটিটিতে দুটি সিনেমা মুক্তি পাচ্ছে। প্রেক্ষাগৃহের চার সিনেমার মধ্যে তিনটিই সরকারি অনুদানে নির্মিত, বাকি ছবিটির বাজেটও খুব বেশি নয়। নির্বাচনের আগে রাজনৈতিক অস্থিরতার শঙ্কায় প্রেক্ষাগৃহে তেমন কোনো বড় আয়োজনের সিনেমা আসছে না।
চলচ্চিত্র বিশ্লেষকেরা বলছেন, হরতাল ও অবরোধের মধ্যে প্রেক্ষাগৃহে দর্শক সমাগম কম হওয়ার কথা। ফলে বড় আয়োজনের সিনেমা মুক্তি দিয়ে প্রযোজকেরা লোকসান গুনতে চান না।
অনুদানের তিন সিনেমা
অসম্ভব, আজব ছেলে ও শ্যামা কাব্য—সরকারি অনুদানে নির্মিত এই তিন সিনেমা মুক্তি পাচ্ছে নভেম্বরে। অসম্ভব দিয়ে নির্মাতা হিসেবে অভিষেক ঘটছে অভিনেত্রী অরুণা বিশ্বাসের। সিনেমাটি আগামীকাল ৩ নভেম্বর থেকে ঢাকার স্টার সিনেপ্লেক্সসহ ২০টির মতো হলে মুক্তি পাবে। প্রেম-সংঘাত, মান-অভিমানের গল্পে নির্মিত এই সিনেমায় ঐতিহ্যবাহী যাত্রাশিল্পও তুলে এনেছেন অরুণা বিশ্বাস। এতে অভিনয় করেছেন আবুল হায়াত, অরুণা বিশ্বাস, শতাব্দী ওয়াদুদ, সোহানা সাবা প্রমুখ।
লেখক মুহম্মদ জাফর ইকবালের ছোটগল্প ‘আজব ছেলে’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা মানিক মানবিক। ১৭ নভেম্বর ঢাকার স্টার সিনেপ্লেক্সসহ বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।