উত্তরপ্রদেশের মেরঠে বোনের বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতে মৃত্যু হয়েছে ১৮ বছরের এক তরুণীর। এনডিটিভির খবর অনুসারে, শুক্রবার সন্ধ্যায় বোনের বিবাহপূর্ব (প্রি-ওয়েডিং) অনুষ্ঠানে’ নাচছিল রিমশা নামে ওই তরুণী।
ভিডিও লিংক –https://www.facebook.com/reel/1228341981883004
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই মর্মান্তিক ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, রিমশা তার পরিবারের সদস্যদের সঙ্গে উচ্চস্বরে গানের সঙ্গে নাচের স্টেপ মেলানোর চেষ্টা করছেন। কিন্তু কয়েক সেকেন্ড পরেই দেখা যায়, তিনি তার এক হাত বুকে রেখে আরেক হাত দিয়ে পাশে নাচতে থাকা একটি ছেলে শিশুর হাত ধরার চেষ্টা করছেন।
পরে রিমশাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।
বিয়ের অনুষ্ঠানের দু’দিন আগে পরিবারটিকে মর্মান্তিক এই ঘটনা আঘাত করলো। খবরে বলা হয়েছে, পরে বিবাহ অনুষ্ঠানটি কোনো ধরনের সংগীত ছাড়াই শুধু পরিবারের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।