বঙ্গবন্ধুর সমাধিতে ১৪ দেশের রাষ্ট্রদূতের শ্রদ্ধা
- Update Time : ০৮:২২:০৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪
- / ৩৭৬ Time View
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ১৪টি দেশের রাষ্ট্রদূত।
সোমবার (২৯ জানুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে রাষ্ট্রদূতরা টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ।
পরে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে সব শহীদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা। এ সময় বঙ্গবন্ধু ভবনে পরিদর্শন বইতে নিজ নিজ দেশের রাষ্ট্রদূতরা স্বাক্ষর করেন।
রাষ্ট্রদূতরা হলেন, মঙ্গোলিয়ার রাষ্ট্রদূত গানবোল্ড ডাম্বাজাভ, উত্তর মেসিডোনিয়ার স্লোবোডান জুনব, পেরুর জাভিয়ের ম্যানুয়েল পাউলিনিচ ভেলার্দে, স্লোভাক প্রজাতন্ত্রের রবার্ট মেক্সিয়ান, স্লোভেনিয়ার মাতেজা ভদেব ঘোষ, উরুগুয়ের আলবার্ট এ গুয়ানি, ভেনেজুয়েলার ক্যাপায়া রদ্রিগেজ গঞ্জালেজ, বতসোয়ানার গিলবার্ড সাইমন ম্যাঙ্গলি, কম্বোডিয়ার কয়কুং, চেক প্রজাতন্ত্রের ড. ইলিছকা জিগোভা, গাম্বিয়ার মুস্তফা জাওয়ারা, হাঙ্গেরির ইস্টভান স্যাভো, জামাইকার জেসন কে. হল ও লাক্সেমবার্গের পেগী ফ্রান্টজেন।
এ সময় গোপালগঞ্জের জেলা প্রশাসক মাহবুবুল আলম ও পুলিশ সুপার আলবেলি আফিফাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।