বর্তমান দেশের সবচেয়ে আলোচিত বিষয়গুলো হচ্ছে ট্রান্সজেন্ডার ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাবকে চাকুরিচুত্য করা। আলোচনা-সমালোচনার মধ্যেই ফেসবুকে ঐ শিক্ষকের বেশকিছু পুরনো ছবি ভাইরাল হয়েছে। তাতে কয়েকজন মেয়ে ও মদের গ্লাস হাতে শিক্ষক আসিফকে দেখা গেছে। আর তা নিয়েই তৈরি হয়েছে সমালোচনা।
মদের গ্লাস নিয়ে ছবির বিষয়ে আসিফ বলেছেন, ছবিতে তার হাতে যে গ্লাসগুলো নিয়ে কথা হচ্ছে সেটা আসলে আপেল জুস। তিনি ইউনিভার্সিটিতে স্কলারশিপ পান এটি ঐ অনুষ্ঠানের ছবি। তার দাবি, ওখানে ওয়াইনের গ্লাসে জুস দিয়েছে। তিনি জীবনে অ্যালকোহল স্পর্শ করেননি বলে জানিয়েছেন।
সম্প্রতি এক লাইভ অনুষ্ঠানে এসে তিনি এসব ছবির বিষয়ে এসব কথা জানান।
মেয়েদের সঙ্গে ছবির বিষয়ে আসিফ বলেন, আমি মেয়েদের গায়ে হাত দেওয়া পছন্দ করিনা। ছবি তোলার সময়ও দূরত্ব বজায় রাখি। আর ছবির মেয়েগুলোর মধ্যে একজন আমার বোন, আরেকজন আমার খালা।
এর আগে গত শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত এক সেমিনারে অংশগ্রহণকারীদের ৮০ টাকা দিয়ে বইটি বাজার থেকে কিনতে বলেন। পরে বইয়ের ট্রান্সজেন্ডারের গল্প থাকা দুটি পাতা ছিঁড়ে আবার দোকানে ফেরত দেয়ার পরামর্শ দেন। পরে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে তাকে ফোন করে ক্লাস নিতে না যাওয়ার কথা বলে।। এপরই এরপর সামাজিক মাধ্যমে এ নিয়ে প্রতিক্রিয়া তৈরি হয়।