10:00 am, Monday, 16 September 2024

ইতালি গিয়ে ৭ মাস বেকার, যুবকের আত্মহত্যা

নিহত ইতালি প্রবাসী সুমন মিয়া

Monzu-Info-Tech
Monzu-Info-Tech
ইতালি গিয়ে ৭ মাস বেকার, যুবকের আত্মহত্যা

কৃষি কাজের ভিসায় ইতালি গিয়ে ৭ মাস কাজ না পেয়ে অবশেষে আত্মহত্যা করেছেন সুমন মিয়া (২৫) নামে এক বাংলাদেশি যুবক।

বুধবার (২৪ জানুয়ারি) সকালে এক পথচারী ইতালির রোমে একটি গির্জার পেছনে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। নিহত সুমন কুমিল্লা জেলার নীলখী পরবোর হোমনা চম্পক নগরের বারিক মিয়ার ছেলে।

পুলিশ ও দূতাবাসের জানায়, গত মঙ্গলবার (২৩ জানুয়ারি) দিবাগত রোমের তুসকোলানা জুলিও আগ্রিকোলা পার্কের একটি গির্জার পেছনে রাতে তিনি আত্মহত্যা করেন। প্রাথমিক তদন্তে ওই যুবক আত্মহত্যা করেছেন বলে জানানো হয়।

এ ঘটনায় কুমিল্লার মুরাদ মহিবুর নামে এক ইতালি প্রবাসী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, সুমন মিয়া সাত মাস আগে ইতালির রোম শহরে এসেছেন। মাত্র ২৫ বছরের ওই যুবক ইতালিতে সোনার হরিণ ধরতে এসেছিলেন। কিন্তু দীর্ঘ সাত মাস বেকার থেকে কোনো কাজ না পেয়ে গলায় ফাঁস দিয়ে জীবনটাকে শেষ করে দিয়েছেন। এমন নির্মম মৃত্যু কারোই কাম্য নয়।

তিনি আরও লিখেছেন, ইতালিতে নতুন করে যারা আসবেন, তারা অবশ্যই বৈধপন্থায় স্পন্সর ভিসায় আসবেন। কৃষি ভিসায় এসে এখানে তেমন কোনো কাজ নেই। তাই আপনজন না থাকলে না আসাটাই ভালো।

রোমে বাংলাদেশ দূতাবাসের সচিব (শ্রম ও কল্যাণ) আসিফ আনাম সিদ্দিকী জানান, আত্মহত্যার ঘটনাটি তারা জেনেছেন। এ ব্যাপারে পুলিশের সঙ্গে তাদের যোগাযোগ হয়েছে। পুলিশ প্রাথমিক তদন্তে আত্মহত্যার সত্যতা পেয়েছে। কিন্তু পুলিশের ক্লিয়ারেন্স না পাওয়া পর্যন্ত দূতাবাস কোনো ব্যবস্থা নিতে পারছে না। তবে দূতাবাস ইতোমধ্যে ওই যুবকের পাসপোর্টের তথ্য অনুযায়ী দেশে যোগাযোগ করেছে। পুলিশের তদন্ত শেষ হলে দূতাবাস পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat বাংলাদেশ ডিপ্লোম্যাট

Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট | A Popular News Portal Of Bangladesh.
Popular Post

ইতালি গিয়ে ৭ মাস বেকার, যুবকের আত্মহত্যা

Update Time : 01:44:44 am, Saturday, 27 January 2024
ইতালি গিয়ে ৭ মাস বেকার, যুবকের আত্মহত্যা

কৃষি কাজের ভিসায় ইতালি গিয়ে ৭ মাস কাজ না পেয়ে অবশেষে আত্মহত্যা করেছেন সুমন মিয়া (২৫) নামে এক বাংলাদেশি যুবক।

বুধবার (২৪ জানুয়ারি) সকালে এক পথচারী ইতালির রোমে একটি গির্জার পেছনে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। নিহত সুমন কুমিল্লা জেলার নীলখী পরবোর হোমনা চম্পক নগরের বারিক মিয়ার ছেলে।

পুলিশ ও দূতাবাসের জানায়, গত মঙ্গলবার (২৩ জানুয়ারি) দিবাগত রোমের তুসকোলানা জুলিও আগ্রিকোলা পার্কের একটি গির্জার পেছনে রাতে তিনি আত্মহত্যা করেন। প্রাথমিক তদন্তে ওই যুবক আত্মহত্যা করেছেন বলে জানানো হয়।

এ ঘটনায় কুমিল্লার মুরাদ মহিবুর নামে এক ইতালি প্রবাসী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, সুমন মিয়া সাত মাস আগে ইতালির রোম শহরে এসেছেন। মাত্র ২৫ বছরের ওই যুবক ইতালিতে সোনার হরিণ ধরতে এসেছিলেন। কিন্তু দীর্ঘ সাত মাস বেকার থেকে কোনো কাজ না পেয়ে গলায় ফাঁস দিয়ে জীবনটাকে শেষ করে দিয়েছেন। এমন নির্মম মৃত্যু কারোই কাম্য নয়।

তিনি আরও লিখেছেন, ইতালিতে নতুন করে যারা আসবেন, তারা অবশ্যই বৈধপন্থায় স্পন্সর ভিসায় আসবেন। কৃষি ভিসায় এসে এখানে তেমন কোনো কাজ নেই। তাই আপনজন না থাকলে না আসাটাই ভালো।

রোমে বাংলাদেশ দূতাবাসের সচিব (শ্রম ও কল্যাণ) আসিফ আনাম সিদ্দিকী জানান, আত্মহত্যার ঘটনাটি তারা জেনেছেন। এ ব্যাপারে পুলিশের সঙ্গে তাদের যোগাযোগ হয়েছে। পুলিশ প্রাথমিক তদন্তে আত্মহত্যার সত্যতা পেয়েছে। কিন্তু পুলিশের ক্লিয়ারেন্স না পাওয়া পর্যন্ত দূতাবাস কোনো ব্যবস্থা নিতে পারছে না। তবে দূতাবাস ইতোমধ্যে ওই যুবকের পাসপোর্টের তথ্য অনুযায়ী দেশে যোগাযোগ করেছে। পুলিশের তদন্ত শেষ হলে দূতাবাস পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।