ভারতে অনুষ্ঠিত দেশটির ডিএলএড পরীক্ষার একটি কেন্দ্রে নকল ঠেকাতে নারী পরীক্ষার্থীদের নগ্ন করে তল্লাশি করা হয়েছে। এমনকি গর্ভবতী, রজঃস্বলা এবং বিশেষভাবে সক্ষম ছাত্রীরাও ছাড় পাননি বলে অভিযোগ।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায় তালিত গৌড়েশ্বর উচ্চ বিদ্যালয়ে ডিএলএড (ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন) দ্বিতীয়বর্ষের পরীক্ষার একটি কেন্দ্রে এমন ঘটনা ঘটেছে জানিয়ে স্থানীয় প্রাথমিক শিক্ষা সংসদ এবং জেলা বিদ্যালয় পরিদর্শকের (প্রাথমিক) দপ্তরে লিখিতভাবে অভিযোগ করেছেন বেশ কয়েকজন নারী পরীক্ষার্থী।
১৭ জানুয়ারি থেকে একাধিক কেন্দ্রে শুরু হয়ে গতকাল শেষ হয়েছে এই পরীক্ষা। পরীক্ষায় নিযুক্ত সংস্থার কর্মীরা এমন কাজ করেছে অভিযোগ। তবে ওই সংস্থার দাবি, প্রচুর টুকলি উদ্ধার হওয়ায় তাদের বদনাম করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে এই ঘটনায় তদন্ত শুরু করেছে স্থানীয় জেলা প্রাথমিক শিক্ষা সংসদ।