আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ জনবল নিয়োগের পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঢাকায় ম্যানেজার–ক্যাম্পেইন পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: ম্যানেজার-ক্যাম্পেইন
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা, গণযোগাযোগে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। আইন, ইন্টারন্যাশনাল রিলেশনস, জেন্ডার স্টাডিজ বা এ ধরনের বিষয়ে অধিকতর উচ্চ ডিগ্রি থাকলে ভালো। জাতীয়/আন্তর্জাতিক কোনো সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। গ্রাম ও শহর এলাকায় ক্যাম্পেইন পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। গবেষণা ও অ্যাডভোকেসির বিষয়ে জানাশোনা থাকতে হবে। গণমাধ্যম ও গণযোগাযোগ বিভাগ সম্পর্কে ভালো জানাশোনা থাকতে হবে। ছবি তোলার দক্ষতা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।
আরও পড়ুন
ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলে ৬ষ্ঠ–২০তম গ্রেডে চাকরি, পদ ৫৮
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: বাংলাদেশ কান্ট্রি অফিস, ঢাকা
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ২,০৩,৭১২ থেকে ২,৫৪,৬৪০ টাকা (অভিজ্ঞতার ওপর ভিত্তি করে)। এ ছাড়া বিমা ও হাসপাতালে ভর্তির ক্ষেত্রে বিমার সুবিধা আছে।
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের প্ল্যান ইন্টারন্যাশনালের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগ ও আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জেনে নিতে হবে। এরপর একই লিংকের Apply Now-এ ক্লিক করে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৯ নভেম্বর ২০২৩।
আরও পড়ুন