5:17 am, Monday, 23 December 2024

চীনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১২৭

চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে ভূমিকম্পে এক লাখ ৫৫ হাজারের বেশি ভবন ক্ষতিগ্রস্ত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ১২৭ জনে পৌঁছেছে। সোমবার রাতের এই ভূমিকম্পে আহত হয়েছেন আরও শত শত মানুষ। দেশটির উত্তর-পশ্চিমের প্রত্যন্ত কিছু গ্রামের বাড়িঘরের ধ্বংসস্তূপে জীবিতদের সন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করছেন উদ্ধারকারীরা। যে কারণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মধ্যরাতের ঠিক আগে আঘাত হানা ভূমিকম্পে দারিদ্রপীড়িত গানসু প্রদেশে কমপক্ষে ১১৩ জনের মৃত্যু এবং ৫৩০ জনেরও বেশি আহত হয়েছেন। আর পার্শ্ববর্তী কিংহাই প্রদেশের হাইডংয়ে আরও ১৪ জন নিহত ও ১৯৮ জন আহত হয়েছেন বলে রাষ্ট্রায়ত্ত সংবাদপত্র পিপলস ডেইলি জানিয়েছে।

সরকারি টেলিভিশন চ্যানেল সিসিটিভির প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পে এক লাখ ৫৫ হাজারের বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের সময় হাজার হাজার বাসিন্দা রাস্তায় আশ্রয় নেন।

ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছের একটি গ্রামে ফরাসি বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা একটি ইটের বাড়ির বাইরের এবং ভেতরের দেয়ালে বিশাল ফাটল দেখতে পেয়েছেন। এ সময় অন্য একটি ভবনের ছাদ পুরোপুরি ধসে যাওয়া দেখেছেন তারা। গানসুর বাসিন্দা মা ওয়েনচ্যাং এএফপিকে বলেন, ‘‘আমার বয়স ৭০ এবং আমি জীবনে এত শক্তিশালী ভূমিকম্প অনুভব করিনি।’’

তিনি বলেন, ‘‘আমি (এই বাড়িতে) আর থাকতে পারব না। কারণ এটি অত্যন্ত বিপজ্জনক। আমার আত্মীয়দের অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হয়েছে।’’ অন্য এক এলাকায় একটি মসজিদের ওপরের অংশ ধসে পড়েছে এবং আরেকটি ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

উদ্ধার তৎপরতায় নিয়োজিত একজন স্বেচ্ছাসেবক এএফপিকে বলেছেন, ‘‘আমাদের জন্য সবচেয়ে জরুরি কাজ হল আহতদের উদ্ধার করা। কারণ আজ রাতে তাপমাত্রা মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে।’’

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, গানসুতে সোমবার স্থানীয় সময় রাত ১১টা ৫৯ মিনিটের দিকে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৯। ভূমিকম্পটির কেন্দ্র ছিল গানসুর প্রাদেশিক রাজধানী ল্যানঝু থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে।

অন্যদিকে, চীনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়া বলেছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ২। গানসু থেকে প্রায় ৫৭০ কিলোমিটার দূরের জিয়ান শহর পর্যন্ত কম্পন অনুভূত হয়েছে। মঙ্গলবার সকালের দিকে চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলেও ৫ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে ইউএসজিএস জানিয়েছে।

সূত্র: এএফপি।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat বাংলাদেশ ডিপ্লোম্যাট

Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট | A Popular News Portal Of Bangladesh.

চীনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১২৭

Update Time : 11:42:40 pm, Tuesday, 19 December 2023

চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ১২৭ জনে পৌঁছেছে। সোমবার রাতের এই ভূমিকম্পে আহত হয়েছেন আরও শত শত মানুষ। দেশটির উত্তর-পশ্চিমের প্রত্যন্ত কিছু গ্রামের বাড়িঘরের ধ্বংসস্তূপে জীবিতদের সন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করছেন উদ্ধারকারীরা। যে কারণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মধ্যরাতের ঠিক আগে আঘাত হানা ভূমিকম্পে দারিদ্রপীড়িত গানসু প্রদেশে কমপক্ষে ১১৩ জনের মৃত্যু এবং ৫৩০ জনেরও বেশি আহত হয়েছেন। আর পার্শ্ববর্তী কিংহাই প্রদেশের হাইডংয়ে আরও ১৪ জন নিহত ও ১৯৮ জন আহত হয়েছেন বলে রাষ্ট্রায়ত্ত সংবাদপত্র পিপলস ডেইলি জানিয়েছে।

সরকারি টেলিভিশন চ্যানেল সিসিটিভির প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পে এক লাখ ৫৫ হাজারের বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের সময় হাজার হাজার বাসিন্দা রাস্তায় আশ্রয় নেন।

ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছের একটি গ্রামে ফরাসি বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা একটি ইটের বাড়ির বাইরের এবং ভেতরের দেয়ালে বিশাল ফাটল দেখতে পেয়েছেন। এ সময় অন্য একটি ভবনের ছাদ পুরোপুরি ধসে যাওয়া দেখেছেন তারা। গানসুর বাসিন্দা মা ওয়েনচ্যাং এএফপিকে বলেন, ‘‘আমার বয়স ৭০ এবং আমি জীবনে এত শক্তিশালী ভূমিকম্প অনুভব করিনি।’’

তিনি বলেন, ‘‘আমি (এই বাড়িতে) আর থাকতে পারব না। কারণ এটি অত্যন্ত বিপজ্জনক। আমার আত্মীয়দের অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হয়েছে।’’ অন্য এক এলাকায় একটি মসজিদের ওপরের অংশ ধসে পড়েছে এবং আরেকটি ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

উদ্ধার তৎপরতায় নিয়োজিত একজন স্বেচ্ছাসেবক এএফপিকে বলেছেন, ‘‘আমাদের জন্য সবচেয়ে জরুরি কাজ হল আহতদের উদ্ধার করা। কারণ আজ রাতে তাপমাত্রা মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে।’’

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, গানসুতে সোমবার স্থানীয় সময় রাত ১১টা ৫৯ মিনিটের দিকে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৯। ভূমিকম্পটির কেন্দ্র ছিল গানসুর প্রাদেশিক রাজধানী ল্যানঝু থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে।

অন্যদিকে, চীনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়া বলেছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ২। গানসু থেকে প্রায় ৫৭০ কিলোমিটার দূরের জিয়ান শহর পর্যন্ত কম্পন অনুভূত হয়েছে। মঙ্গলবার সকালের দিকে চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলেও ৫ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে ইউএসজিএস জানিয়েছে।

সূত্র: এএফপি।