বাংলাদেশিসহ ৩৬ হাজার অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া
- Update Time : ০৮:১৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
- / ১১৮৮ Time View
চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ৩৫ হাজার ৮০২ জন অবৈধ (বৈধ কাগজপত্রহীন) অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। তবে এদের মধ্যে বাংলাদেশির সংখ্যা জানা যায়নি।
বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) রাজধানী কুয়ালালামপুর কোতারায়া কমপ্লেক্সে বিশেষ অভিযানের পর অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ সাংবাদিকদের এ তথ্য জানান।
কোতারায়ায় অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৩৩০ অভিবাসীকে আটক করা হয়। ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আটক অনেকেই অস্থায়ী ভিজিট পাস ব্যবহার করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। আটকদের মধ্যে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত, মিয়ানমার, পাকিস্তান, ফিলিপাইন ও চীনের শিশুসহ ২১৫ নারী ও ১১৫ পুরুষ রয়েছেন। সাত মাস থেকে ৭০ বছর বয়সী আটক সবাইকে পুত্রজায়া ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ্য, দেশটিতে গত ১১ মাসে ৯ হাজার ১৬৪টি অভিযান পরিচালিতর হয়েছে। যার মাধ্যমে এক লাখ তিন হাজার ১২৪ অভিবাসীর কাগজপত্র যাচাই-বাছাই করা হয়েছে। এর মধ্যে বৈধ কাগজপত্র না থাকায় ৫৮ হাজার ৭৭৪ বিদেশি ও ২৮৯ নিয়োগকর্তাকে আটক করা হয়।