‘মিস অ্যান্ড মিস্টার সেলিব্রিটি ইন্টারন্যাশনাল ২০২৪’ প্রতিযোগিতার বাংলাদেশ পর্বে বিচারকদের রায়ে বিজয়ী হয়েছেন সাজরিয়া তাবাসসুম ও রাজিউল ইসলাম। ২৬ অক্টোবর আলোকি কনভেনশন সেন্টারে আর্কা ফ্যাশন উইকে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। ২০২৪ সালের মে মাসে ভিয়েতনামে হবে মূল আয়োজন। সেখানে বাংলাদেশ থেকে অংশ নেবেন এই দুই বিজয়ী।
প্রতিযোগিতার বাংলাদেশ পর্বে এ বছর অংশ নিয়েছিলেন ১৬ জন—৮ জন নারী ও ৮ জন পুরুষ। তাঁরা হলেন তাহমিনা আনজুম, সাদিয়া জামান, ভাষা জাহাঙ্গীর, ইশরাত জাহান, আফলা আমরান, জান্নাতুল আদন, নিহার নিহা, সাজরিয়া তাবাসসুম, আবরার শাহরিয়ার খান, রাফসান জেনি, আদ্রিয়ান আহমেদ, রোদ্দুর এহসান, রায়হান ইসলাম, হাফিজ রহমান, সিরাজুস সালেকিন ও রাজিউল ইসলাম। আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের অধীন অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন ছয়জন। সংগীতশিল্পী মেহরিন মাহবুব; প্রথম আলোর ‘হাল ফ্যাশন’-এর কনটেন্ট কনসালট্যান্ট শেখ সাইফুর রহমান; রেড বাই আফরোজা পারভীনের হেড অব অপারেশন আফরোজা পারভীন; আর্কা স্টুডিওর প্রতিষ্ঠাতা আসাদ সাত্তার; মডেল ও ইনফ্লুয়েন্সার নিবিড় আদনান নাহীদ এবং মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০ তানজিয়া জামান মিথিলা।