আইপিএল নিলামে মাহমুদউল্লাহ! নেই সাকিব-লিটন
- Update Time : ০৫:৫৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
- / ১৩৭৪ Time View
২০২৪ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নতুন আসরের নিলামের জন্য বানানো হয়েছে প্লেয়ার ড্রাফট। আসরে ভারতসহ বিশ্বের ১১৬৬ পুরুষ ক্রিকেটার ও ১৬৫ নারী ক্রিকেটার নিজেদের নাম জমা দিয়েছেন। সেখানে আছে মাহমুদউল্লাহ রিয়াদসহ ৬ বাংলাদেশি পুরুষ ক্রিকেটার ও দুই নারী ক্রিকেটারের নাম। তবে এবারের আইপিএল ড্রাফটে নাম দেননি টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
সাকিব আল হাসান ক্রিকেটের বাইরে রাজনীতিতেও যুক্ত হয়ে সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। এ কারণেই বাংলাদেশের সেরা তারকা নিজেকে গুটিয়ে নিয়েছেন। এছাড়া আইপিএল চলাকালে বাংলাদেশ জাতীয় দলেরও খেলা রয়েছে। সবমিলিয়ে বলা যায় বাস্তবতার কথা চিন্তা করেই আইপিএল থেকে সরে এসেছেন তিনি।
নারী আইপিএলের নিলাম আগামী ৯ ডিসেম্বর মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে। আর দুবাইয়ে পুরুষ আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৯ ডিসেম্বর।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আইপিএলের ড্রাফটে আছেন- মাহমুদউল্লাহ রিয়াদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মারুফা আকতার ও রাবেয়া খান। তাদের মধ্যে সর্বোচ্চ মুস্তাফিজের ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি।