বাংলাদেম ক্রিকেট দল এই মুহূর্তে ঘরের মাঠে নিউজিল্যান্ডের সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজে ব্যস্ত। তবে এই টেস্ট সিরিজের পরই কিউইদের সাথে সাক্ষাৎ শেষ হচ্ছে না টাইগারদের। কিউইদের আতিথেয়তা দেয়ার পর এবার পালা কিউইদের আতিথেয়তা নেয়ার।
আগামী মাসে ৩টি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ দল নিউজিল্যান্ড সফরে যাবে ১৭ ডিসেম্বর শুরু হওয়া এই সিরিজ সামনে রেখে টাইগারদের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২০৫ রানের লিড নিয়ে ইতিহাস গড়লেন শান্ত
ঘোষিত স্কোয়াডে আবারও ডাক পেয়েছেন সৌম্য সরকার। এ ছাড়া ওয়ানডে দলে রয়েছেন এনামুল হক বিজয় এবং আফিফ হোসেন ধ্রুব।
আসন্ন সিরিজের দুই ফরম্যাটেই নাজমুল হোসেন শান্তকে টাইগারদের অধিনায়ক করা হয়েছে। বর্তমানে চলমান টেস্ট সিরিজেও নেতৃত্ব দিচ্ছেন তিনি।
সিরিজের প্রথম ওয়ানডে হবে ১৭ ডিসেম্বর। এ ছাড়া ২০ ও ২৩ ডিসেম্বর দ্বিতীয় এবং তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড-বাংলাদেশ। অন্যদিকে তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি হবে ২৭, ২৯ ও ৩১ ডিসেম্বর।
বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, রাকিবুল হাসান।
টি-টোয়েন্টি স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম এবং তানজিম হাসান সাকিব।