ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা ভয়াবহ রূপ নিয়েছে। মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, নিরাপত্তা বাহিনীর সদস্যসহ নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে।
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর ৪৮ সদস্যসহ ৫ শতাধিক মানুষ নিহত হয়েছেন। মানবাধিকার সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
দুই সপ্তাহের বেশি সময় ধরে ইরানজুড়ে এই বিক্ষোভ চলছে। রোববারও রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে ব্যাপক সহিংসতার খবর পাওয়া গেছে। ফোনলাইন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নসহ নানা পদক্ষেপ নেওয়া হলেও প্রাণহানি থামেনি। বিক্ষোভে উত্তাল ইরান, নিহত ৫০০ ছাড়িয়েছে
মানবাধিকার সংস্থা এইচআরএএনএ’র দাবি, ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। যার মধ্যে ৪৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। আটক হয়েছেন ১০ হাজারের বেশি বিক্ষোভকারী। তবে ইরানি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহত হয়েছেন।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে দাঙ্গা উসকে দেয়ার অভিযোগ এনেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালিয়ে আমাদের শিশু ও তরুণদের হত্যা করেছে, তারাই এখন আমাদের লোকদের নির্দেশ দিচ্ছে, তাদের এগিয়ে যেতে বলছে। নাশকতা চালাতেও উসকে দিচ্ছে তারা।’
বিক্ষোভে সমর্থন জানিয়ে ইরানে ওয়াশিংটন হস্তক্ষেপ করতে পারে বলে আগে থেকেই মন্তব্য করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসাথে বিক্ষোভকারীদের সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলেও জানান তিনি।
প্রতিক্রিয়ায় ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেন, হামলা হলে পাল্টা জবাব দেবে তেহরান। আর লক্ষ্যবস্তু হবে ইসরায়েল ও মার্কিন ঘাঁটিগুলো। তার মন্তব্য এমন সময়ে এল, যখন ইরানে সম্ভাব্য মার্কিন হস্তক্ষেপ নিয়ে সতর্কাবস্থায় রয়েছে ইসরায়েল।









