জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী স্পষ্টভাবে জানিয়েছেন, ভারতীয় হাইকমিশনে ভাঙচুর কিংবা কোনো ধরনের সহিংস কর্মকাণ্ডে জড়ানোর রাজনীতিতে তারা নেই।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অবস্থান তুলে ধরেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এনসিপি বিশ্বাস করে অহিংস, গণতান্ত্রিক ও দায়িত্বশীল রাজনৈতিক আন্দোলনে। যারা উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ভাঙচুর, সহিংসতা বা কূটনৈতিক স্থাপনায় হামলার চেষ্টা করছে—তারা দেশের প্রকৃত স্বার্থবিরোধী শক্তি।
তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের ১৮ কোটি মানুষ যেন কোনো উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে রাজপথে নিজেদের অবস্থান তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, যারা স্যাবোটাজের মাধ্যমে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, সাংবাদিকদের ওপর হামলা চালায় কিংবা বিভিন্ন দূতাবাসে আক্রমণের চেষ্টা করে—তাদের প্রতিহত করতে হবে। একই সঙ্গে তিনি সবাইকে অনুরোধ জানান, এসব ব্যক্তিকে শত্রু হিসেবে না দেখে সচেতনতার মাধ্যমে আন্দোলনের মূল ধারায় ফিরিয়ে আনার চেষ্টা করতে।
নাসীরুদ্দীন পাটওয়ারীর ভাষায়, সহিংসতা নয়, বরং ঐক্য, সংযম ও গণতান্ত্রিক চর্চার মাধ্যমেই দেশের সংকট উত্তরণ সম্ভব।









