রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলে চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাতে শপিং মলের শম্পা জুয়েলার্স থেকে বোরকা পরে এসে দুর্বৃত্তরা প্রায় ৫০০ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।
চুরির বিষয়টি জানাজানির পর বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের বিভিন্ন ইউনিট এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৩টার দিকে বোরকা পরা দুজন চোর শপিং মলে ঢুকে শম্পা জুয়েলার্সের শাটারের তালা কেটে দোকানে প্রবেশ করে। সিসিটিভি ফুটেজে তাদের চেহারা স্পষ্ট দেখা না গেলেও চলাফেরা ও কর্মকাণ্ড ধারণ করা হয়েছে।
দোকানটির মালিক জানান, তার দোকানে মোট ৪০০ ভরি সোনা বিক্রির জন্য ছিল, এর সঙ্গে আরও ১০০ ভরির মতো বন্ধকী স্বর্ণ এবং প্রায় ৪০ হাজার টাকা নগদ রাখা ছিল। সবকিছুই চোরেরা নিয়ে গেছে।
তিনি বলেন, “প্রতিদিনের মতো বুধবার রাত ৯টায় দোকান বন্ধ করে বাসায় যাই। পরে মার্কেটের দারোয়ান ফোনে খবর দিলে এসে দেখি পুরো দোকান খালি।”
রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার মাজহারুল ইসলাম জানান, “মালিকের অভিযোগ অনুযায়ী প্রায় ৫০০ ভরি সোনা চুরি হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”
এর মাত্র কয়েক দিন আগেই, গত রোববার যাত্রাবাড়ীর একটি জুয়েলারি দোকান থেকে দেয়াল কেটে প্রায় ১২৫ ভরি সোনা ও পৌনে ৩ লাখ টাকা চুরি হয়। ওই ঘটনায়ও পুলিশ সিসিটিভি বিশ্লেষণ করে তদন্ত চালাচ্ছে।