দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের উত্থান ঘটেছে। সব পূর্ববর্তী রেকর্ড ভেঙে ২২ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি দাম নতুন করে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৯ হাজার ১০০ টাকা। এর আগে এই দর ছিল ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা। ফলে এক লাফে দাম বেড়েছে ভরিপ্রতি ৬ হাজার ৯০৫ টাকা, যা দেশের স্বর্ণবাজারে নজিরবিহীন।
বুধবার (৮ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতিষ্ঠানটি জানায়, নতুন এই দাম বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকে কার্যকর হবে।
বাজুসের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে পিওর গোল্ড বা তেজাবি সোনার দামে সামান্য হেরফের থাকলেও স্থানীয় বাজারে চাহিদা, উৎপাদন খরচ এবং অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় এ মূল্য সমন্বয় করা হয়েছে।
নতুন স্বর্ণের দাম (ভরিপ্রতি):
২২ ক্যারেট: ২,০৯,১০০ টাকা
২১ ক্যারেট: ১,৯৯,০০৪ টাকা
১৮ ক্যারেট: ১,৭১,৪৩০ টাকা
সনাতন পদ্ধতি: ১,৪৩,৪৭২ টাকা
রুপার নতুন দাম:
২২ ক্যারেট রুপার দাম ৪,৯৮০ টাকা, যা পূর্বে ছিল ৪,৬৫৮ টাকা। অর্থাৎ ভরিপ্রতি বেড়েছে ৩২২ টাকা।
রুপার অন্যান্য ক্যারেট অনুযায়ী দাম (ভরিপ্রতি):
২১ ক্যারেট: ৪,৪৪৫ টাকা
১৮ ক্যারেট: ৩,৮০৫ টাকা
সনাতন পদ্ধতি: ২,৮৫৮ টাকা
বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ওঠানামা এবং ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন এই দাম বাড়ার অন্যতম কারণ। এছাড়া রাজনৈতিক অস্থিরতা ও মুদ্রাস্ফীতির চাপও মূল্য বৃদ্ধিতে প্রভাব ফেলছে।