10:13 pm, Wednesday, 8 October 2025

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিএনপি মহাসচিব

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিএনপি মহাসচিব। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন।

বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে শুরু হওয়া এ বৈঠকে বিএনপির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য এবং চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ও পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী শামা ওবায়েদ।

দলীয় সূত্র জানিয়েছে, বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন, মানবাধিকার পরিস্থিতি এবং গণতন্ত্র পুনরুদ্ধার ইস্যুতে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিএনপির কূটনৈতিক উইংয়ের একজন সদস্য জানান, মির্জা ফখরুল বৈঠকে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং ইউরোপীয় ইউনিয়নের সহায়তা কামনা করেন।

এ ধরনের কূটনৈতিক আলোচনাকে আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগের অংশ হিসেবেই দেখছে রাজনৈতিক বিশ্লেষকরা।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

Popular Post

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিএনপি মহাসচিব

Update Time : 12:06:47 pm, Wednesday, 8 October 2025

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন।

বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে শুরু হওয়া এ বৈঠকে বিএনপির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য এবং চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ও পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী শামা ওবায়েদ।

দলীয় সূত্র জানিয়েছে, বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন, মানবাধিকার পরিস্থিতি এবং গণতন্ত্র পুনরুদ্ধার ইস্যুতে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিএনপির কূটনৈতিক উইংয়ের একজন সদস্য জানান, মির্জা ফখরুল বৈঠকে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং ইউরোপীয় ইউনিয়নের সহায়তা কামনা করেন।

এ ধরনের কূটনৈতিক আলোচনাকে আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগের অংশ হিসেবেই দেখছে রাজনৈতিক বিশ্লেষকরা।