10:58 pm, Wednesday, 8 October 2025

চট্টগ্রামে বাসের ধাক্কায় হেফাজত নেতার মৃত্যু, মহাসড়ক অবরোধ

চট্টগ্রামে বাসের ধাক্কায় হেফাজত নেতার মৃত্যু, মহাসড়ক অবরোধ। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রামের রাউজানে বাসের ধাক্কায় হেফাজতে ইসলামের এক কেন্দ্রীয় নেতা মাওলানা সোহেল চৌধুরী (৫০) নিহত হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে বুধবার (৮ অক্টোবর) সকাল থেকে চট্টগ্রাম-খাগড়াছড়ি ও চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন হেফাজতের নেতাকর্মীরা। ফলে উভয় মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে এবং শত শত যানবাহন আটকে পড়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ। তিনি বলেন, “হেফাজতের নেতাকর্মীরা সড়ক অবরোধ করেছেন। আমরা আলোচনা করে বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করছি।”

জানা গেছে, মঙ্গলবার বিকেলে রাউজান উপজেলার নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল চালিয়ে ওই এলাকা অতিক্রম করার সময় পেছন থেকে একটি বাস মাওলানা সোহেল চৌধুরীর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মাওলানা সোহেল চৌধুরীর জন্ম চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় হলেও তিনি পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে রাউজান পৌরসভার মেডিকেল গেট এলাকায় বসবাস করছিলেন। তিনি হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

Popular Post

চট্টগ্রামে বাসের ধাক্কায় হেফাজত নেতার মৃত্যু, মহাসড়ক অবরোধ

Update Time : 11:34:50 am, Wednesday, 8 October 2025

চট্টগ্রামের রাউজানে বাসের ধাক্কায় হেফাজতে ইসলামের এক কেন্দ্রীয় নেতা মাওলানা সোহেল চৌধুরী (৫০) নিহত হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে বুধবার (৮ অক্টোবর) সকাল থেকে চট্টগ্রাম-খাগড়াছড়ি ও চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন হেফাজতের নেতাকর্মীরা। ফলে উভয় মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে এবং শত শত যানবাহন আটকে পড়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ। তিনি বলেন, “হেফাজতের নেতাকর্মীরা সড়ক অবরোধ করেছেন। আমরা আলোচনা করে বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করছি।”

জানা গেছে, মঙ্গলবার বিকেলে রাউজান উপজেলার নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল চালিয়ে ওই এলাকা অতিক্রম করার সময় পেছন থেকে একটি বাস মাওলানা সোহেল চৌধুরীর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মাওলানা সোহেল চৌধুরীর জন্ম চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় হলেও তিনি পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে রাউজান পৌরসভার মেডিকেল গেট এলাকায় বসবাস করছিলেন। তিনি হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।