9:22 pm, Wednesday, 8 October 2025

‘অন্তর্বর্তী সরকার যত বেশি দৃঢ় থাকবে, ততই সন্দেহ চলে যাবে’

‘অন্তর্বর্তী সরকার যত বেশি দৃঢ় থাকবে, ততই সন্দেহ চলে যাবে’। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

অন্তর্বর্তীকালীন সরকার যত বেশি দৃঢ়ভাবে তাদের দায়িত্ব পালন করবে, ততই মানুষের মধ্যে থাকা সন্দেহ দূর হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘প্রথমদিকে সরকারের অবস্থান স্পষ্ট না থাকায় অনেকের মনেই সন্দেহ ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে সরকার যখন একটি রোডম্যাপ ঘোষণা করেছে এবং সিদ্ধান্তে অনড় থেকেছে, তখনই সেই সন্দেহ কমতে শুরু করেছে।’

মঙ্গলবার (৭ অক্টোবর) সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব প্রকাশিত হয়। সেখানে তারেক রহমান বলেন, ‘সরকার যদি তাদের কথায় এবং কাজে দৃঢ় থাকে, তবে স্বাভাবিকভাবেই জনমনে আস্থা বাড়বে।’

অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি রাজনৈতিক এবং ব্যক্তিকেন্দ্রিক নয়। ‘আমরা শুরু থেকেই বলে আসছি, এই সরকার যেন সফল হয়। কারণ, সামনে একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন, আর তার আগে কিছু জরুরি সংস্কারও দরকার।’

সরকারের পারফরম্যান্স বিষয়ে তারেক রহমান বলেন, ‘এই সরকার একটি অস্থায়ী সরকার। তবে তারা চেষ্টা করেছে, সীমাবদ্ধতার মধ্যেও অনেক ক্ষেত্রে এগিয়ে যাওয়ার চেষ্টা তাদের ছিল।’

এক এগারোর সেনাসমর্থিত সরকার নিয়ে প্রশ্ন করা হলে তারেক রহমান বলেন, ‘ওই সরকার ছিল উদ্দেশ্যপ্রণোদিত ও অসৎ উদ্দেশ্যের ফল। তারা দেশের রাজনীতিকে ধ্বংস করতে চেয়েছিল এবং গণতন্ত্রকে স্তব্ধ করতে চেয়েছিল।’

কূটনীতির বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘বিএনপির মূলনীতি হলো – সবার আগে বাংলাদেশ। সার্বভৌমত্ব ও দেশের স্বার্থকে অক্ষুণ্ন রেখেই আমরা কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলব।’

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

Popular Post

‘অন্তর্বর্তী সরকার যত বেশি দৃঢ় থাকবে, ততই সন্দেহ চলে যাবে’

Update Time : 12:49:55 pm, Tuesday, 7 October 2025

অন্তর্বর্তীকালীন সরকার যত বেশি দৃঢ়ভাবে তাদের দায়িত্ব পালন করবে, ততই মানুষের মধ্যে থাকা সন্দেহ দূর হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘প্রথমদিকে সরকারের অবস্থান স্পষ্ট না থাকায় অনেকের মনেই সন্দেহ ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে সরকার যখন একটি রোডম্যাপ ঘোষণা করেছে এবং সিদ্ধান্তে অনড় থেকেছে, তখনই সেই সন্দেহ কমতে শুরু করেছে।’

মঙ্গলবার (৭ অক্টোবর) সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব প্রকাশিত হয়। সেখানে তারেক রহমান বলেন, ‘সরকার যদি তাদের কথায় এবং কাজে দৃঢ় থাকে, তবে স্বাভাবিকভাবেই জনমনে আস্থা বাড়বে।’

অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি রাজনৈতিক এবং ব্যক্তিকেন্দ্রিক নয়। ‘আমরা শুরু থেকেই বলে আসছি, এই সরকার যেন সফল হয়। কারণ, সামনে একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন, আর তার আগে কিছু জরুরি সংস্কারও দরকার।’

সরকারের পারফরম্যান্স বিষয়ে তারেক রহমান বলেন, ‘এই সরকার একটি অস্থায়ী সরকার। তবে তারা চেষ্টা করেছে, সীমাবদ্ধতার মধ্যেও অনেক ক্ষেত্রে এগিয়ে যাওয়ার চেষ্টা তাদের ছিল।’

এক এগারোর সেনাসমর্থিত সরকার নিয়ে প্রশ্ন করা হলে তারেক রহমান বলেন, ‘ওই সরকার ছিল উদ্দেশ্যপ্রণোদিত ও অসৎ উদ্দেশ্যের ফল। তারা দেশের রাজনীতিকে ধ্বংস করতে চেয়েছিল এবং গণতন্ত্রকে স্তব্ধ করতে চেয়েছিল।’

কূটনীতির বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘বিএনপির মূলনীতি হলো – সবার আগে বাংলাদেশ। সার্বভৌমত্ব ও দেশের স্বার্থকে অক্ষুণ্ন রেখেই আমরা কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলব।’