2:33 pm, Thursday, 9 October 2025

‘ইসির একার পক্ষে নির্বাচন সামাল দেওয়া সম্ভব হবে না’

‘ইসির একার পক্ষে নির্বাচন সামাল দেওয়া সম্ভব হবে না’। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জাতীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে আয়োজন করতে হলে শুধু নির্বাচন কমিশনের (ইসি) একার পক্ষে তা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি জানিয়েছেন, একটি সফল নির্বাচনের জন্য গণমাধ্যম, জনগণ এবং রাজনৈতিক দলগুলোর সক্রিয় সহযোগিতা অপরিহার্য।

সোমবার (৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত এক সংলাপে এসব কথা বলেন সিইসি।

তিনি বলেন, ‘এই নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাই ভালোভাবে না করে উপায় নেই।’ ২০২৪ সালের নভেম্বরে দায়িত্ব নেওয়ার পর থেকেই কমিশন নানা প্রস্তুতি নিচ্ছে। এরমধ্যে ভোটার তালিকা হালনাগাদের সময় ২১ লাখ মৃত ভোটার বাদ দেওয়া হয়েছে এবং যুক্ত করা হয়েছে প্রায় ৪৫ লাখ নতুন ভোটার। বিশেষ করে নারী ভোটারদের আগ্রহ বাড়াতে সচেতনতা কার্যক্রম চালানো হয়েছে, যার ফলে বিপুল সংখ্যক নারী নিবন্ধিত হয়েছেন।

সিইসি আরও জানান, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এটি একটি শংকর পদ্ধতি, যেখানে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।

গণমাধ্যমের ভূমিকার গুরুত্ব তুলে ধরে সিইসি বলেন, ‘আমরা যতই চেষ্টা করি না কেন, মিডিয়া, জনগণ ও রাজনৈতিক দলগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিডিয়া জনমত গঠনে ও সবার জন্য সমান সুযোগ তৈরিতে সহায়ক।’

তিনি আরও বলেন, একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হোক—এটাই আমাদের প্রত্যাশা। এজন্য ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন তিনি।

উল্লেখ্য, সংলাপে নির্বাচন কমিশনের চার কমিশনার, ইসির ভারপ্রাপ্ত সচিব কে এম আলী নেওয়াজ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

Popular Post

‘ইসির একার পক্ষে নির্বাচন সামাল দেওয়া সম্ভব হবে না’

Update Time : 10:26:46 pm, Monday, 6 October 2025

জাতীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে আয়োজন করতে হলে শুধু নির্বাচন কমিশনের (ইসি) একার পক্ষে তা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি জানিয়েছেন, একটি সফল নির্বাচনের জন্য গণমাধ্যম, জনগণ এবং রাজনৈতিক দলগুলোর সক্রিয় সহযোগিতা অপরিহার্য।

সোমবার (৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত এক সংলাপে এসব কথা বলেন সিইসি।

তিনি বলেন, ‘এই নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাই ভালোভাবে না করে উপায় নেই।’ ২০২৪ সালের নভেম্বরে দায়িত্ব নেওয়ার পর থেকেই কমিশন নানা প্রস্তুতি নিচ্ছে। এরমধ্যে ভোটার তালিকা হালনাগাদের সময় ২১ লাখ মৃত ভোটার বাদ দেওয়া হয়েছে এবং যুক্ত করা হয়েছে প্রায় ৪৫ লাখ নতুন ভোটার। বিশেষ করে নারী ভোটারদের আগ্রহ বাড়াতে সচেতনতা কার্যক্রম চালানো হয়েছে, যার ফলে বিপুল সংখ্যক নারী নিবন্ধিত হয়েছেন।

সিইসি আরও জানান, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এটি একটি শংকর পদ্ধতি, যেখানে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।

গণমাধ্যমের ভূমিকার গুরুত্ব তুলে ধরে সিইসি বলেন, ‘আমরা যতই চেষ্টা করি না কেন, মিডিয়া, জনগণ ও রাজনৈতিক দলগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিডিয়া জনমত গঠনে ও সবার জন্য সমান সুযোগ তৈরিতে সহায়ক।’

তিনি আরও বলেন, একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হোক—এটাই আমাদের প্রত্যাশা। এজন্য ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন তিনি।

উল্লেখ্য, সংলাপে নির্বাচন কমিশনের চার কমিশনার, ইসির ভারপ্রাপ্ত সচিব কে এম আলী নেওয়াজ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।