5:18 pm, Wednesday, 29 October 2025

ইন্দোনেশিয়ায় ইসলামিক স্কুল ভবন ধসে মৃত্যু বেড়ে ৪৯

ইন্দোনেশিয়ায় ইসলামিক স্কুল ভবন ধসে মৃত্যু বেড়ে ৪৯

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে একটি ইসলামিক বোর্ডিং স্কুলের ভবন ধসে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৯ জনে। আহত হয়েছেন আরও শতাধিক শিক্ষার্থী, নিখোঁজ রয়েছেন অন্তত ১৮ জন।

সোমবার (৬ অক্টোবর) দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে।

রোববার দুপুরে পূর্ব জাভার সিদোয়ার্জো শহরের আল খোজিনি ইসলামিক জুনিয়র বোর্ডিং স্কুলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ভবনটি ধসে পড়ার সময় এর ভেতরে শতাধিক ছাত্র অবস্থান করছিলেন। আকস্মিক ধসে তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান। নিহতদের অধিকাংশই কিশোর।

ইন্দোনেশিয়ার দুর্যোগ সংস্থা বাসারনাস-এর পরিচালক ইউধি ব্রামান্তিও জানান, ধ্বংসস্তূপের প্রায় ৮০ শতাংশ অপসারণ করা হয়েছে। তবে ভবনটির লাগোয়া আরেকটি ভবনও আংশিক ধসে পড়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। ধারণা করা হচ্ছে, নিখোঁজদের অনেকেই ওই অংশে আটকা পড়েছেন।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভবনটির ওপরতলায় নির্মাণকাজ চলছিল। অতিরিক্ত চাপ মূল কাঠামো সহ্য করতে না পারায় মুহূর্তেই পুরো ভবন ধসে পড়ে।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে প্রায় ৪২ হাজার ইসলামিক বোর্ডিং স্কুল রয়েছে। কিন্তু এসবের মধ্যে মাত্র ৫০টির বৈধ নির্মাণ অনুমোদন রয়েছে বলে জানিয়েছেন গণপূর্তমন্ত্রী ডোডি হ্যাংগোডো। ধসে পড়া আল খোজিনি স্কুলটির অনুমোদন ছিল কিনা, তা এখনো নিশ্চিত নয়।

এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনহারা পরিবারগুলো আহাজারি করছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

এ ঘটনায় শিক্ষা ও গণপূর্ত মন্ত্রণালয় পৃথক তদন্তের নির্দেশ দিয়েছে। পাশাপাশি, অনুমোদনহীন স্কুল ভবনগুলোতে দেশজুড়ে পরিদর্শন শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো যায়।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

Popular Post

ইন্দোনেশিয়ায় ইসলামিক স্কুল ভবন ধসে মৃত্যু বেড়ে ৪৯

Update Time : 05:26:36 pm, Monday, 6 October 2025

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে একটি ইসলামিক বোর্ডিং স্কুলের ভবন ধসে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৯ জনে। আহত হয়েছেন আরও শতাধিক শিক্ষার্থী, নিখোঁজ রয়েছেন অন্তত ১৮ জন।

সোমবার (৬ অক্টোবর) দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে।

রোববার দুপুরে পূর্ব জাভার সিদোয়ার্জো শহরের আল খোজিনি ইসলামিক জুনিয়র বোর্ডিং স্কুলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ভবনটি ধসে পড়ার সময় এর ভেতরে শতাধিক ছাত্র অবস্থান করছিলেন। আকস্মিক ধসে তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান। নিহতদের অধিকাংশই কিশোর।

ইন্দোনেশিয়ার দুর্যোগ সংস্থা বাসারনাস-এর পরিচালক ইউধি ব্রামান্তিও জানান, ধ্বংসস্তূপের প্রায় ৮০ শতাংশ অপসারণ করা হয়েছে। তবে ভবনটির লাগোয়া আরেকটি ভবনও আংশিক ধসে পড়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। ধারণা করা হচ্ছে, নিখোঁজদের অনেকেই ওই অংশে আটকা পড়েছেন।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভবনটির ওপরতলায় নির্মাণকাজ চলছিল। অতিরিক্ত চাপ মূল কাঠামো সহ্য করতে না পারায় মুহূর্তেই পুরো ভবন ধসে পড়ে।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে প্রায় ৪২ হাজার ইসলামিক বোর্ডিং স্কুল রয়েছে। কিন্তু এসবের মধ্যে মাত্র ৫০টির বৈধ নির্মাণ অনুমোদন রয়েছে বলে জানিয়েছেন গণপূর্তমন্ত্রী ডোডি হ্যাংগোডো। ধসে পড়া আল খোজিনি স্কুলটির অনুমোদন ছিল কিনা, তা এখনো নিশ্চিত নয়।

এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনহারা পরিবারগুলো আহাজারি করছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

এ ঘটনায় শিক্ষা ও গণপূর্ত মন্ত্রণালয় পৃথক তদন্তের নির্দেশ দিয়েছে। পাশাপাশি, অনুমোদনহীন স্কুল ভবনগুলোতে দেশজুড়ে পরিদর্শন শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো যায়।