8:02 am, Thursday, 9 October 2025

ইনশাআল্লাহ দ্রুতই দেশে ফিরে আসব: তারেক রহমান

ইনশাআল্লাহ দ্রুতই দেশে ফিরে আসব: তারেক রহমান। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দীর্ঘদিন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, সময় চলে এসেছে, ইনশাআল্লাহ দ্রুতই দেশে ফিরব।

সোমবার (৬ অক্টোবর) বিবিসি বাংলায় প্রকাশিত এক ভার্চুয়াল সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। এটি ছিল সাক্ষাৎকারটির প্রথম পর্ব।

দেশে এখনো ফিরে না আসার বিষয়ে প্রশ্ন করা হলে তারেক রহমান বলেন, “কিছু সঙ্গত কারণে দেশে ফেরা হয়নি। তবে সময় তো চলে এসেছে মনে হয়, ইনশাআল্লাহ দ্রুতই ফিরে আসব।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচনের সঙ্গে একটি রাজনৈতিক দলের ও রাজনৈতিক কর্মীর গভীর সম্পর্ক রয়েছে। তাই যেখানে জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে, সেখানে আমি জনগণের সঙ্গে থাকব—এটাই আমার চেষ্টা, ইচ্ছা ও অঙ্গীকার।”

প্রধানমন্ত্রী পদের প্রত্যাশা রয়েছে কি না— এমন প্রশ্নে তারেক রহমান জানান, “এটি নির্ধারণ করবেন বাংলাদেশের জনগণ এবং বিএনপির ক্ষেত্রে হলে দল সিদ্ধান্ত নেবে।”

সাবেক প্রধানমন্ত্রী ও তার মা খালেদা জিয়ার ভূমিকা নিয়েও সাক্ষাৎকারে কথা বলেন তিনি। বলেন, “আপনারা দেখেছেন, কীভাবে তাকে মিথ্যা মামলায় জেলখানায় নেওয়া হয়। জেলে গিয়েছিলেন একজন সুস্থ মানুষ, ফিরে এসেছেন একজন অসুস্থ মানুষ। তাকে চিকিৎসারও যথাযথ সুযোগ দেওয়া হয়নি। কিন্তু গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান ঐতিহাসিক।”

তারেক রহমান আরও বলেন, “যদি তার শারীরিক সক্ষমতা অনুমতি দেয়, তবে আসন্ন জাতীয় নির্বাচনে তিনিও কোনো না কোনো ভূমিকা রাখবেন—এটাই আমার বিশ্বাস।”

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

Popular Post

ইনশাআল্লাহ দ্রুতই দেশে ফিরে আসব: তারেক রহমান

Update Time : 05:18:18 pm, Monday, 6 October 2025

দীর্ঘদিন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, সময় চলে এসেছে, ইনশাআল্লাহ দ্রুতই দেশে ফিরব।

সোমবার (৬ অক্টোবর) বিবিসি বাংলায় প্রকাশিত এক ভার্চুয়াল সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। এটি ছিল সাক্ষাৎকারটির প্রথম পর্ব।

দেশে এখনো ফিরে না আসার বিষয়ে প্রশ্ন করা হলে তারেক রহমান বলেন, “কিছু সঙ্গত কারণে দেশে ফেরা হয়নি। তবে সময় তো চলে এসেছে মনে হয়, ইনশাআল্লাহ দ্রুতই ফিরে আসব।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচনের সঙ্গে একটি রাজনৈতিক দলের ও রাজনৈতিক কর্মীর গভীর সম্পর্ক রয়েছে। তাই যেখানে জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে, সেখানে আমি জনগণের সঙ্গে থাকব—এটাই আমার চেষ্টা, ইচ্ছা ও অঙ্গীকার।”

প্রধানমন্ত্রী পদের প্রত্যাশা রয়েছে কি না— এমন প্রশ্নে তারেক রহমান জানান, “এটি নির্ধারণ করবেন বাংলাদেশের জনগণ এবং বিএনপির ক্ষেত্রে হলে দল সিদ্ধান্ত নেবে।”

সাবেক প্রধানমন্ত্রী ও তার মা খালেদা জিয়ার ভূমিকা নিয়েও সাক্ষাৎকারে কথা বলেন তিনি। বলেন, “আপনারা দেখেছেন, কীভাবে তাকে মিথ্যা মামলায় জেলখানায় নেওয়া হয়। জেলে গিয়েছিলেন একজন সুস্থ মানুষ, ফিরে এসেছেন একজন অসুস্থ মানুষ। তাকে চিকিৎসারও যথাযথ সুযোগ দেওয়া হয়নি। কিন্তু গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান ঐতিহাসিক।”

তারেক রহমান আরও বলেন, “যদি তার শারীরিক সক্ষমতা অনুমতি দেয়, তবে আসন্ন জাতীয় নির্বাচনে তিনিও কোনো না কোনো ভূমিকা রাখবেন—এটাই আমার বিশ্বাস।”