10:44 pm, Saturday, 27 December 2025

চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্র ও জাপানের ৩ বিজ্ঞানী

চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্র ও জাপানের ৩ বিজ্ঞানী। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চলতি বছরের চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্র ও জাপানের তিনজন খ্যাতিমান বিজ্ঞানী। পেরিফেরাল ইমিউন টলারেন্স বিষয়ক গবেষণায় অনবদ্য অবদান রাখায় তাদের এ সম্মাননায় ভূষিত করা হয়েছে।

বাংলাদেশ সময় সোমবার (৬ অক্টোবর) বিকেলে সুইডেনের স্টকহোমে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট থেকে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এবার চিকিৎসায় নোবেল জিতেছেন যুক্তরাষ্ট্রের দুই বিজ্ঞানী ম্যারি ব্রাঙ্কো ও ফ্রেড রামসডেল এবং জাপানের সিমন সাকাগুচি।

এর আগে, ২০২৪ সালে চিকিৎসায় নোবেল জিতেছিলেন যুক্তরাষ্ট্রের গবেষক ভিক্টর অ্যাম্ব্রস ও গ্যারি রাভকুন।

প্রতিবছর চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তি এবং অর্থনীতি—এই ছয়টি বিভাগে নোবেল পুরস্কার দেওয়া হয়। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার অর্জনের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বৈশ্বিক স্বীকৃতি নিশ্চিত হয়।

চলতি বছরের নোবেল পর্ব শুরু হয়েছে চিকিৎসা বিভাগের পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে। মঙ্গলবার পদার্থবিদ্যা, বুধবার রসায়ন, বৃহস্পতিবার সাহিত্য এবং শুক্রবার শান্তিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। সবশেষ ১৩ অক্টোবর অর্থনীতিতে বিজয়ীর নাম জানাবে নোবেল কমিটি।

পুরস্কার হিসেবে নোবেলজয়ীরা একটি মেডেল, একটি সনদ এবং মোট ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা পাবেন, যার বর্তমান মূল্য প্রায় ১২ লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় ১৪ কোটি ৬১ লাখ টাকা।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্র ও জাপানের ৩ বিজ্ঞানী

Update Time : 05:11:30 pm, Monday, 6 October 2025

চলতি বছরের চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্র ও জাপানের তিনজন খ্যাতিমান বিজ্ঞানী। পেরিফেরাল ইমিউন টলারেন্স বিষয়ক গবেষণায় অনবদ্য অবদান রাখায় তাদের এ সম্মাননায় ভূষিত করা হয়েছে।

বাংলাদেশ সময় সোমবার (৬ অক্টোবর) বিকেলে সুইডেনের স্টকহোমে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট থেকে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এবার চিকিৎসায় নোবেল জিতেছেন যুক্তরাষ্ট্রের দুই বিজ্ঞানী ম্যারি ব্রাঙ্কো ও ফ্রেড রামসডেল এবং জাপানের সিমন সাকাগুচি।

এর আগে, ২০২৪ সালে চিকিৎসায় নোবেল জিতেছিলেন যুক্তরাষ্ট্রের গবেষক ভিক্টর অ্যাম্ব্রস ও গ্যারি রাভকুন।

প্রতিবছর চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তি এবং অর্থনীতি—এই ছয়টি বিভাগে নোবেল পুরস্কার দেওয়া হয়। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার অর্জনের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বৈশ্বিক স্বীকৃতি নিশ্চিত হয়।

চলতি বছরের নোবেল পর্ব শুরু হয়েছে চিকিৎসা বিভাগের পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে। মঙ্গলবার পদার্থবিদ্যা, বুধবার রসায়ন, বৃহস্পতিবার সাহিত্য এবং শুক্রবার শান্তিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। সবশেষ ১৩ অক্টোবর অর্থনীতিতে বিজয়ীর নাম জানাবে নোবেল কমিটি।

পুরস্কার হিসেবে নোবেলজয়ীরা একটি মেডেল, একটি সনদ এবং মোট ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা পাবেন, যার বর্তমান মূল্য প্রায় ১২ লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় ১৪ কোটি ৬১ লাখ টাকা।