9:22 pm, Wednesday, 8 October 2025

শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর

শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কারণে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নের কার্যক্রম। রবিবার সকালে হামলার বিষয়টি নিশ্চিত করে আরব ও ইসরায়েলি গণমাধ্যমগুলো।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। হামলার পর মধ্য ইসরায়েল এবং দক্ষিণ পশ্চিম তীরজুড়ে বাজতে থাকে সতর্কতামূলক সাইরেন।

ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার পরপরই আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখা হয় এবং বিমান চলাচল স্থগিত করা হয়। তবে টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রটি সফলভাবে ভূপাতিত করা হয়েছে।

এ পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও হামলার পর একাধিক স্থানে সতর্কতা জারি করা হয়।

আইডিএফ আরও জানায়, চলতি বছর মার্চ থেকে শুরু হওয়া হামাসবিরোধী অভিযানের পর থেকে ইয়েমেনের হুথিরা ইসরায়েলের দিকে ৯১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৪১টি ড্রোন পাঠিয়েছে। এর আগে যুদ্ধবিরতির আগেও ইয়েমেনের পক্ষ থেকে ৪০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ১০০টিরও বেশি ড্রোন ও ক্রুজ মিসাইল ছোড়া হয়।

প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের গাজা আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের মুক্তি সংগ্রামে সমর্থন জানিয়ে আসছে ইয়েমেন। এরই ধারাবাহিকতায় তারা ইসরায়েলবিরোধী একাধিক অভিযানে সক্রিয়ভাবে অংশ নিয়েছে।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

Popular Post

শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরায়েলি বিমানবন্দর

Update Time : 12:05:06 pm, Sunday, 5 October 2025

ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কারণে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নের কার্যক্রম। রবিবার সকালে হামলার বিষয়টি নিশ্চিত করে আরব ও ইসরায়েলি গণমাধ্যমগুলো।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। হামলার পর মধ্য ইসরায়েল এবং দক্ষিণ পশ্চিম তীরজুড়ে বাজতে থাকে সতর্কতামূলক সাইরেন।

ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার পরপরই আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখা হয় এবং বিমান চলাচল স্থগিত করা হয়। তবে টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রটি সফলভাবে ভূপাতিত করা হয়েছে।

এ পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও হামলার পর একাধিক স্থানে সতর্কতা জারি করা হয়।

আইডিএফ আরও জানায়, চলতি বছর মার্চ থেকে শুরু হওয়া হামাসবিরোধী অভিযানের পর থেকে ইয়েমেনের হুথিরা ইসরায়েলের দিকে ৯১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৪১টি ড্রোন পাঠিয়েছে। এর আগে যুদ্ধবিরতির আগেও ইয়েমেনের পক্ষ থেকে ৪০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ১০০টিরও বেশি ড্রোন ও ক্রুজ মিসাইল ছোড়া হয়।

প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের গাজা আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের মুক্তি সংগ্রামে সমর্থন জানিয়ে আসছে ইয়েমেন। এরই ধারাবাহিকতায় তারা ইসরায়েলবিরোধী একাধিক অভিযানে সক্রিয়ভাবে অংশ নিয়েছে।