কুরআন শরীফ অবমাননার অভিযোগে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ। শনিবার (৪ অক্টোবর) রাতের দিকে রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার হওয়া শিক্ষার্থীর নাম অপূর্ব পাল। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী হলেও তার বিভাগ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
জানা গেছে, শনিবার দুপুরে অপূর্ব পালের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কুরআন অবমাননাকর একটি ভিডিও পোস্ট করা হয়, যা দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং নেটিজেনরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বিকেলে একদল ছাত্র ও স্থানীয় জনগণ তার বাসার নিচে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গিয়ে অপূর্ব পালকে আটক করে থানায় নিয়ে যায়।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, উত্তেজিত জনতার হামলায় আহত হওয়ায় অপূর্ব পালের চিকিৎসা চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।