5:17 am, Thursday, 9 October 2025

‘এক টাকারও অভিযোগ দিতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দেব’

‘এক টাকারও অভিযোগ দিতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দেব’। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গত এক বছরে কেউ যদি এক টাকার দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারে, তাহলে রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার (৪ অক্টোবর) পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা এনসিপির কার্যালয়ে মসজিদ, মন্দির, ঈদগাহ ও রাস্তা সংস্কার নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি।

সভায় সারজিস আলম বলেন, “ভালো কাজের জন্য কখনো বাধা হওয়া উচিত নয়। একটি রাস্তা হোক, একটি ধর্মীয় উপাসনালয় হোক—এই কাজগুলো এলাকার আগামী প্রজন্মের উপকারে আসবে। উন্নয়নের প্রতিযোগিতা হোক হিংসার নয়, কে কত ভালো কাজ করতে পারে সেটাই মুখ্য হওয়া উচিত।”

তিনি আরও বলেন, “আটোয়ারী উপজেলার সন্তান হয়ে কখনো ভাবিনি মহান আল্লাহ আমাকে এত বড় দায়িত্ব দেবেন। এটা আমার কল্পনার চেয়েও বেশি। এখন আমার একমাত্র কাজ হলো দায়িত্বটিকে আমানত হিসেবে দেখা, এবং সততার সঙ্গে পালন করা।”

প্রোপাগান্ডার বিষয়ে তিনি বলেন, “অনেকে আজে-বাজে কথা বলে, কিন্তু আমি স্পষ্টভাবে বলছি—গত এক বছর এক মাসে কেউ যদি এক টাকার দুর্নীতির প্রমাণ দিতে পারে, আমি তাৎক্ষণিকভাবে রাজনীতি ছেড়ে দেব।”

এদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দেওয়া বরাদ্দ অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম ধাপে আটোয়ারী উপজেলার ৩০টি মসজিদ, ৯টি মন্দির ও ১১টি রাস্তা সংস্কারের জন্য অর্থ ছাড় হয়েছে। সভায় এসব প্রকল্পের তালিকা পড়ে শোনান সারজিস আলম।

স্থানীয়রা জানিয়েছেন, এই বরাদ্দে উপকার পাচ্ছেন উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও জনসাধারণ। সভায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

Popular Post

‘এক টাকারও অভিযোগ দিতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দেব’

Update Time : 11:45:31 am, Sunday, 5 October 2025

গত এক বছরে কেউ যদি এক টাকার দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারে, তাহলে রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার (৪ অক্টোবর) পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা এনসিপির কার্যালয়ে মসজিদ, মন্দির, ঈদগাহ ও রাস্তা সংস্কার নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি।

সভায় সারজিস আলম বলেন, “ভালো কাজের জন্য কখনো বাধা হওয়া উচিত নয়। একটি রাস্তা হোক, একটি ধর্মীয় উপাসনালয় হোক—এই কাজগুলো এলাকার আগামী প্রজন্মের উপকারে আসবে। উন্নয়নের প্রতিযোগিতা হোক হিংসার নয়, কে কত ভালো কাজ করতে পারে সেটাই মুখ্য হওয়া উচিত।”

তিনি আরও বলেন, “আটোয়ারী উপজেলার সন্তান হয়ে কখনো ভাবিনি মহান আল্লাহ আমাকে এত বড় দায়িত্ব দেবেন। এটা আমার কল্পনার চেয়েও বেশি। এখন আমার একমাত্র কাজ হলো দায়িত্বটিকে আমানত হিসেবে দেখা, এবং সততার সঙ্গে পালন করা।”

প্রোপাগান্ডার বিষয়ে তিনি বলেন, “অনেকে আজে-বাজে কথা বলে, কিন্তু আমি স্পষ্টভাবে বলছি—গত এক বছর এক মাসে কেউ যদি এক টাকার দুর্নীতির প্রমাণ দিতে পারে, আমি তাৎক্ষণিকভাবে রাজনীতি ছেড়ে দেব।”

এদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দেওয়া বরাদ্দ অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম ধাপে আটোয়ারী উপজেলার ৩০টি মসজিদ, ৯টি মন্দির ও ১১টি রাস্তা সংস্কারের জন্য অর্থ ছাড় হয়েছে। সভায় এসব প্রকল্পের তালিকা পড়ে শোনান সারজিস আলম।

স্থানীয়রা জানিয়েছেন, এই বরাদ্দে উপকার পাচ্ছেন উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও জনসাধারণ। সভায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।