5:10 am, Thursday, 9 October 2025

প্রধান উপদেষ্টা ও শরীয়তপুর থানার ওসিকে হত্যার হুমকি, থানায় জিডি

প্রধান উপদেষ্টা ও শরীয়তপুর থানার ওসিকে হত্যার হুমকি, থানায় জিডি। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বিদেশি নম্বর থেকে ফোন করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলামকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওসি নিজেই।

পুলিশ জানায়, শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে বিদেশি একটি নম্বর থেকে ওসিকে ফোন করে এ হুমকি দেওয়া হয়। ফোনে হুমকিদাতা ছিলেন মিথুন ঢালী, যিনি স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সম্প্রতি রাষ্ট্রবিরোধী মামলার অন্যতম আসামি (২ নম্বর)।

ওসি মাইনুল ইসলাম জানান, গত ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে জাজিরায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের নিয়ে গোপনে একটি বৈঠক করেন মিথুন ঢালী। খবর পেয়ে পুলিশ অভিযান চালালে তারা এলাকা ছেড়ে পালিয়ে যান।

পরবর্তীতে গত বৃহস্পতিবার (২ অক্টোবর) রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয়, যাতে ৬৫ জনের নাম উল্লেখ করা হয়। মামলার পরই ক্ষুব্ধ মিথুন বিদেশ থেকে ফোন দিয়ে হুমকি দেন বলে দাবি পুলিশের।

ওসি আরও বলেন, “মিথুন ঢালী নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সদস্যদের নিয়ে এলাকায় অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছেন। হুমকির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের পরামর্শেই থানায় জিডি করা হয়েছে।”

এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তকে ধরতে অভিযান চলছে।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

Popular Post

প্রধান উপদেষ্টা ও শরীয়তপুর থানার ওসিকে হত্যার হুমকি, থানায় জিডি

Update Time : 11:41:09 am, Sunday, 5 October 2025

বিদেশি নম্বর থেকে ফোন করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলামকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওসি নিজেই।

পুলিশ জানায়, শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে বিদেশি একটি নম্বর থেকে ওসিকে ফোন করে এ হুমকি দেওয়া হয়। ফোনে হুমকিদাতা ছিলেন মিথুন ঢালী, যিনি স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সম্প্রতি রাষ্ট্রবিরোধী মামলার অন্যতম আসামি (২ নম্বর)।

ওসি মাইনুল ইসলাম জানান, গত ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে জাজিরায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের নিয়ে গোপনে একটি বৈঠক করেন মিথুন ঢালী। খবর পেয়ে পুলিশ অভিযান চালালে তারা এলাকা ছেড়ে পালিয়ে যান।

পরবর্তীতে গত বৃহস্পতিবার (২ অক্টোবর) রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয়, যাতে ৬৫ জনের নাম উল্লেখ করা হয়। মামলার পরই ক্ষুব্ধ মিথুন বিদেশ থেকে ফোন দিয়ে হুমকি দেন বলে দাবি পুলিশের।

ওসি আরও বলেন, “মিথুন ঢালী নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সদস্যদের নিয়ে এলাকায় অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছেন। হুমকির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের পরামর্শেই থানায় জিডি করা হয়েছে।”

এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তকে ধরতে অভিযান চলছে।