9:35 am, Thursday, 9 October 2025

ট্রাম্পের নির্দেশ উপেক্ষা করে গাজায় ইসরায়েলের তাণ্ডব, একদিনেই নিহত ৭০

ট্রাম্পের নির্দেশ উপেক্ষা করে গাজায় ইসরায়েলের তাণ্ডব, একদিনেই নিহত ৭০। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান ও ২০ দফা শান্তি পরিকল্পনার আংশিক অংশে সম্মত হওয়ার পরও গাজায় থামছে না ইসরায়েলের আগ্রাসন। একদিনেই ৯৩টি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন আরও অন্তত ৭০ ফিলিস্তিনি। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।

গাজার গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, শনিবার ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় টানা বিমান হামলা চালায়। শুধু গাজা সিটিতেই মারা গেছেন ৪৭ জন। হামলার সময় বেসামরিক এলাকাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, যুদ্ধবিরতির আহ্বানে হামাস সম্মতি জানালেও ইসরায়েল তাদের হামলা চালিয়ে যাচ্ছে। হামাস এক বিবৃতিতে জানায়, ‘নিরস্ত্র বেসামরিক মানুষের ওপর ইসরায়েলের এই বর্বরতা যুদ্ধাপরাধ। আন্তর্জাতিক সম্প্রদায় ও ইসলামি বিশ্বকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।’

এর আগে, শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন, যেন ইসরায়েল অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করে। কারণ হামাস ইসরায়েলি বন্দিদের মুক্তি ও অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে। তিনি বলেন, “আমি বিশ্বাস করি, হামাস এখন টেকসই শান্তির পথে এগোতে চায়।”

এদিকে মিশর জানিয়েছে, আগামী সোমবার কায়রোতে ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনায় বসা হবে। আলোচনায় মূলত ট্রাম্পের শান্তি পরিকল্পনার ভিত্তিতে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে আলোচনা হবে।

প্রসঙ্গত, ২৯ সেপ্টেম্বর প্রেসিডেন্ট ট্রাম্প একটি ২০ দফা গাজা শান্তি পরিকল্পনা প্রকাশ করেন, যেখানে যুদ্ধবিরতির পাশাপাশি হামাসের নিরস্ত্রীকরণ ও বন্দিমুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

Popular Post

ট্রাম্পের নির্দেশ উপেক্ষা করে গাজায় ইসরায়েলের তাণ্ডব, একদিনেই নিহত ৭০

Update Time : 11:34:13 am, Sunday, 5 October 2025

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান ও ২০ দফা শান্তি পরিকল্পনার আংশিক অংশে সম্মত হওয়ার পরও গাজায় থামছে না ইসরায়েলের আগ্রাসন। একদিনেই ৯৩টি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন আরও অন্তত ৭০ ফিলিস্তিনি। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।

গাজার গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, শনিবার ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় টানা বিমান হামলা চালায়। শুধু গাজা সিটিতেই মারা গেছেন ৪৭ জন। হামলার সময় বেসামরিক এলাকাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, যুদ্ধবিরতির আহ্বানে হামাস সম্মতি জানালেও ইসরায়েল তাদের হামলা চালিয়ে যাচ্ছে। হামাস এক বিবৃতিতে জানায়, ‘নিরস্ত্র বেসামরিক মানুষের ওপর ইসরায়েলের এই বর্বরতা যুদ্ধাপরাধ। আন্তর্জাতিক সম্প্রদায় ও ইসলামি বিশ্বকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।’

এর আগে, শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন, যেন ইসরায়েল অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করে। কারণ হামাস ইসরায়েলি বন্দিদের মুক্তি ও অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে। তিনি বলেন, “আমি বিশ্বাস করি, হামাস এখন টেকসই শান্তির পথে এগোতে চায়।”

এদিকে মিশর জানিয়েছে, আগামী সোমবার কায়রোতে ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনায় বসা হবে। আলোচনায় মূলত ট্রাম্পের শান্তি পরিকল্পনার ভিত্তিতে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে আলোচনা হবে।

প্রসঙ্গত, ২৯ সেপ্টেম্বর প্রেসিডেন্ট ট্রাম্প একটি ২০ দফা গাজা শান্তি পরিকল্পনা প্রকাশ করেন, যেখানে যুদ্ধবিরতির পাশাপাশি হামাসের নিরস্ত্রীকরণ ও বন্দিমুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।