8:59 pm, Wednesday, 8 October 2025

‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ ঘাঁটিতে পাক বাহিনীর হামলা, নিহত ১৪

‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ ঘাঁটিতে পাক বাহিনীর হামলা, নিহত ১৪। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পাকিস্তানের বেলুচিস্তানে ‘ভারতীয় প্রক্সি বাহিনী’ হিসেবে অভিযুক্ত এক সন্ত্রাসী গোষ্ঠীর ঘাঁটিতে অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এতে অন্তত ১৪ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

শনিবার (৪ অক্টোবর) বেলুচিস্তানের খুজদার জেলার জেহরি এলাকায় এই অভিযান চালানো হয়।

নিরাপত্তা সূত্রের বরাতে বলা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে শুরু হওয়া এই অভিযানে আরও অন্তত ২০ জন আহত হয়। এখনও ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান চলছে।

এর আগে, বেলুচিস্তানের শেরানি জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত আরেক অভিযানে সাতজন ‘ভারতপন্থি সন্ত্রাসী’ নিহত হয়েছিল। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) জানায়, অভিযানের সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর সঙ্গে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটে।

এদিকে, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (সিআরএসএস)-এর একটি প্রতিবেদনে জানানো হয়, ২০২৫ সালের জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে পাকিস্তানে সহিংসতা বেড়েছে ৪৬ শতাংশ। দেশজুড়ে ৩২৯টি ঘটনায় নিহত হয়েছেন ৯০১ জন এবং আহত হয়েছেন আরও ৫৯৯ জন।

প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ৫১৬ জনই ‘সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত, বাকি ৩৮৫ জনের মধ্যে ২১৯ জন সাধারণ মানুষ এবং ১৬৬ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটেছে খাইবার পাখতুনখোয়া (কেপি) ও বেলুচিস্তানে, যেখানে দেশজুড়ে সংঘটিত সহিংসতার ৯৬ শতাংশেরও বেশি ঘটনা রেকর্ড করা হয়েছে।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

Popular Post

‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ ঘাঁটিতে পাক বাহিনীর হামলা, নিহত ১৪

Update Time : 07:15:19 pm, Saturday, 4 October 2025

পাকিস্তানের বেলুচিস্তানে ‘ভারতীয় প্রক্সি বাহিনী’ হিসেবে অভিযুক্ত এক সন্ত্রাসী গোষ্ঠীর ঘাঁটিতে অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এতে অন্তত ১৪ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

শনিবার (৪ অক্টোবর) বেলুচিস্তানের খুজদার জেলার জেহরি এলাকায় এই অভিযান চালানো হয়।

নিরাপত্তা সূত্রের বরাতে বলা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে শুরু হওয়া এই অভিযানে আরও অন্তত ২০ জন আহত হয়। এখনও ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান চলছে।

এর আগে, বেলুচিস্তানের শেরানি জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত আরেক অভিযানে সাতজন ‘ভারতপন্থি সন্ত্রাসী’ নিহত হয়েছিল। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) জানায়, অভিযানের সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর সঙ্গে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটে।

এদিকে, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (সিআরএসএস)-এর একটি প্রতিবেদনে জানানো হয়, ২০২৫ সালের জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে পাকিস্তানে সহিংসতা বেড়েছে ৪৬ শতাংশ। দেশজুড়ে ৩২৯টি ঘটনায় নিহত হয়েছেন ৯০১ জন এবং আহত হয়েছেন আরও ৫৯৯ জন।

প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ৫১৬ জনই ‘সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত, বাকি ৩৮৫ জনের মধ্যে ২১৯ জন সাধারণ মানুষ এবং ১৬৬ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটেছে খাইবার পাখতুনখোয়া (কেপি) ও বেলুচিস্তানে, যেখানে দেশজুড়ে সংঘটিত সহিংসতার ৯৬ শতাংশেরও বেশি ঘটনা রেকর্ড করা হয়েছে।