6:41 am, Thursday, 9 October 2025

‘ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করতে চায় না জামায়াত’

‘ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করতে চায় না জামায়াত’। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “সর্বশেষ আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে মুসলমানের সংখ্যা ৯০.৮ শতাংশ। বাকিরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মের অনুসারী। তবে আমরা ধর্মের নামে জাতিকে বিভক্ত করতে চাই না, বরং একটি ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই।”

শনিবার (৪ অক্টোবর) বেলা ১১টায় মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় উলামা কমিটির আয়োজনে দেশের বিশিষ্ট দাঈ ও ওয়ায়েজদের সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমানরা দশক ধরে একসঙ্গে বসবাস করে আসছে। বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির যে কয়েকটি দেশ আছে, তার মধ্যে বাংলাদেশ একটি বিশেষ স্থান অধিকার করেছে।”

তিনি আরও জানান, “আমরা আল্লাহর দরবারে জন্মের জন্য কোনো বিশেষ উদ্যোগ নিইনি, অন্য ধর্মের মানুষরাও তাই। সবাই আল্লাহর ইচ্ছায় এই পৃথিবীতে এসেছে। আল্লাহ মানুষকে বিচার-বিবেচনার ক্ষমতা দিয়েছেন। তাই মানুষ নিজের বিবেকের ওপর ভিত্তি করে ধর্ম গ্রহণ করে।”

জামায়াত আমির বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পার হলেও আমরা এখনো একটি মানবিক সমাজ গড়তে পারিনি। শিক্ষিত সমাজের একটি অংশ দেশকে বড় ক্ষতি করেছে। আল্লাহভীরু মানুষদের নেতৃত্বে সমাজে শান্তি প্রতিষ্ঠা পাবে এবং মানবিক সমাজ গড়ে উঠবে।”

তিনি আলেম সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “কোরআন ও সুন্নাহর আলোকে আলেম সমাজকে পথনির্দেশ করতে হবে।”

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

Popular Post

‘ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করতে চায় না জামায়াত’

Update Time : 06:48:55 pm, Saturday, 4 October 2025

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “সর্বশেষ আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে মুসলমানের সংখ্যা ৯০.৮ শতাংশ। বাকিরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মের অনুসারী। তবে আমরা ধর্মের নামে জাতিকে বিভক্ত করতে চাই না, বরং একটি ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই।”

শনিবার (৪ অক্টোবর) বেলা ১১টায় মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় উলামা কমিটির আয়োজনে দেশের বিশিষ্ট দাঈ ও ওয়ায়েজদের সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমানরা দশক ধরে একসঙ্গে বসবাস করে আসছে। বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির যে কয়েকটি দেশ আছে, তার মধ্যে বাংলাদেশ একটি বিশেষ স্থান অধিকার করেছে।”

তিনি আরও জানান, “আমরা আল্লাহর দরবারে জন্মের জন্য কোনো বিশেষ উদ্যোগ নিইনি, অন্য ধর্মের মানুষরাও তাই। সবাই আল্লাহর ইচ্ছায় এই পৃথিবীতে এসেছে। আল্লাহ মানুষকে বিচার-বিবেচনার ক্ষমতা দিয়েছেন। তাই মানুষ নিজের বিবেকের ওপর ভিত্তি করে ধর্ম গ্রহণ করে।”

জামায়াত আমির বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পার হলেও আমরা এখনো একটি মানবিক সমাজ গড়তে পারিনি। শিক্ষিত সমাজের একটি অংশ দেশকে বড় ক্ষতি করেছে। আল্লাহভীরু মানুষদের নেতৃত্বে সমাজে শান্তি প্রতিষ্ঠা পাবে এবং মানবিক সমাজ গড়ে উঠবে।”

তিনি আলেম সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “কোরআন ও সুন্নাহর আলোকে আলেম সমাজকে পথনির্দেশ করতে হবে।”