ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি প্রাইভেটকার থামিয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে বলে দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। তবে এই তথ্যের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে থামানো প্রাইভেটকারে একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতি চালাচ্ছে। গাড়ির দুই আরোহী হাত উঁচিয়ে পাশের গাড়ির আরোহীদের সাহায্যের আকুতি জানাচ্ছেন। কিন্তু আশেপাশের গাড়িগুলো থামেনি, বরং পাশ কাটিয়ে চলে গেছে।
এসময় এক ডাকাত রামদা দিয়ে একজন আরোহীর ওপর আঘাত করেন। ভিডিওটি অন্য একটি গাড়ি থেকে ধারণ করা হয়েছে বলে মনে করা হচ্ছে।