10:39 am, Thursday, 9 October 2025

‘আসল শিবির হইল আমার মা, জোর করে বোরকা পরায়’

‘আসল শিবির হইল আমার মা, জোর করে বোরকা পরায়’। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) শিবির প্যানেল থেকে নির্বাচিত মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি শেয়ার করে মুহূর্তেই ভাইরাল হয়েছেন।

শুক্রবার (৩ অক্টোবর) রাতে পোস্ট করা ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “আসল শিবির হলো আমার মা, বাড়ি এলে জোর করে বোরকা পরায়।” এই বক্তব্যে অনেকেই ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনকে মিশ্রিত করার চেষ্টা হিসেবে মন্তব্য করেছেন।

ডাকসু নির্বাচনে জুমা ছিলো আলোচনার কেন্দ্রে। তার সোশ্যাল মিডিয়া পোস্টগুলো বিভিন্ন সময় ব্যাপক সমালোচনা ও বিতর্ক সৃষ্টি করেছে। শিবির প্যানেল থেকে নির্বাচনে অংশ নেওয়া এবং গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়ায় ছাত্র সমাজে তার কর্মকাণ্ড ও বক্তব্য নিয়ে ব্যাপক আগ্রহ ও বিতর্ক লক্ষ্য করা গেছে।

গত ২০ সেপ্টেম্বর ভয়েস অফ ওয়াশিংটনের সঙ্গে এক সাক্ষাৎকারে জুমা নিজের দর্শন প্রকাশ করে বলেন, “আমি সমান অধিকারে বিশ্বাসী নই, আমি ন্যায্য অধিকারে বিশ্বাসী। যেখানে বেশি পাই, সেখানে বেশি চাই, আর যেখানে কম পাই, সেখানে আমার অংশ গ্রহণ করতে হবে।” এতে তার ন্যায্য অধিকার ও সঠিক মূল্যায়নের প্রতি জোর দেওয়া হয়েছে।

শিবির ও রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক মাধ্যমে সক্রিয় থাকার কারণে নতুন প্রজন্মের ছাত্রনেতাদের মধ্যে ফাতিমা তাসনিম জুমার একটি আলাদা পরিচিতি গড়ে উঠেছে। তার সাম্প্রতিক পোস্টও নতুন করে আলোচনা ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

Popular Post

‘আসল শিবির হইল আমার মা, জোর করে বোরকা পরায়’

Update Time : 06:28:27 pm, Saturday, 4 October 2025

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) শিবির প্যানেল থেকে নির্বাচিত মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি শেয়ার করে মুহূর্তেই ভাইরাল হয়েছেন।

শুক্রবার (৩ অক্টোবর) রাতে পোস্ট করা ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “আসল শিবির হলো আমার মা, বাড়ি এলে জোর করে বোরকা পরায়।” এই বক্তব্যে অনেকেই ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনকে মিশ্রিত করার চেষ্টা হিসেবে মন্তব্য করেছেন।

ডাকসু নির্বাচনে জুমা ছিলো আলোচনার কেন্দ্রে। তার সোশ্যাল মিডিয়া পোস্টগুলো বিভিন্ন সময় ব্যাপক সমালোচনা ও বিতর্ক সৃষ্টি করেছে। শিবির প্যানেল থেকে নির্বাচনে অংশ নেওয়া এবং গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়ায় ছাত্র সমাজে তার কর্মকাণ্ড ও বক্তব্য নিয়ে ব্যাপক আগ্রহ ও বিতর্ক লক্ষ্য করা গেছে।

গত ২০ সেপ্টেম্বর ভয়েস অফ ওয়াশিংটনের সঙ্গে এক সাক্ষাৎকারে জুমা নিজের দর্শন প্রকাশ করে বলেন, “আমি সমান অধিকারে বিশ্বাসী নই, আমি ন্যায্য অধিকারে বিশ্বাসী। যেখানে বেশি পাই, সেখানে বেশি চাই, আর যেখানে কম পাই, সেখানে আমার অংশ গ্রহণ করতে হবে।” এতে তার ন্যায্য অধিকার ও সঠিক মূল্যায়নের প্রতি জোর দেওয়া হয়েছে।

শিবির ও রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক মাধ্যমে সক্রিয় থাকার কারণে নতুন প্রজন্মের ছাত্রনেতাদের মধ্যে ফাতিমা তাসনিম জুমার একটি আলাদা পরিচিতি গড়ে উঠেছে। তার সাম্প্রতিক পোস্টও নতুন করে আলোচনা ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।