5:38 pm, Thursday, 2 October 2025

ইসরায়েলের বাধা উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে ফ্লোটিলার ৩০ নৌযান

ইসরায়েলের বাধা উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে ফ্লোটিলার ৩০ নৌযান। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে ইসরায়েলি নৌবাহিনীর বাধা উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ৩০টি নৌযান। খাদ্য ও ওষুধবাহী এ বহরের মোট ৪৩টি নৌযানের মধ্যে ইতোমধ্যেই ১৩টি নৌযান আটকে দিয়েছে ইসরায়েল।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ও আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় জানিয়েছে, গাজা অভিমুখী ‘হামাস-সুমুদ ফ্লোটিলার’ কয়েকটি নৌযান থামিয়ে যাত্রীদের নিরাপদভাবে বন্দরে নেওয়া হয়েছে।

এই অভিযানে আটককৃতদের মধ্যে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। ইসরায়েলি মন্ত্রণালয়ের দাবি, গ্রেটা ও তার সহকর্মীরা শারীরিকভাবে সুস্থ আছেন এবং নিরাপদে আছেন।

‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ হচ্ছে চারটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগ— ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন, গ্লোবাল মুভমেন্ট টু গাজা, মাগরেব সুমুদ ফ্লোটিলা এবং সুমুদ নুসানতারা।

চলতি বছরের ৩১ আগস্ট স্পেনের একটি বন্দর থেকে ৪৩টি নৌযান নিয়ে গাজার উদ্দেশে যাত্রা করে তারা। বহরে রয়েছেন ৪৪টি দেশের প্রায় ৫০০ জন স্বেচ্ছাসেবী, যাদের মধ্যে রয়েছেন সংসদ সদস্য, আইনজীবী, মানবাধিকারকর্মী ও বিভিন্ন পেশাজীবী।

বুধবার ভূমধ্যসাগরের গাজা উপকূলের প্রায় ১৩০ কিলোমিটার দূরে অবস্থান করছিল বহরটি। সেখানেই ইসরায়েলি নৌবাহিনীর যুদ্ধজাহাজ তাদের ঘিরে ফেলে এবং ১৩টি নৌযান আটক করে। জানা গেছে, আটক হওয়া জাহাজগুলোর মধ্যে রয়েছে ‘স্পেক্টার’, ‘অ্যালমা’ ও ‘সাইরাস’।

ইসরায়েলের বাধা সত্ত্বেও গাজার দিকে এগিয়ে যাচ্ছে বাকি ৩০টি নৌযান।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

Popular Post

ইসরায়েলের বাধা উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে ফ্লোটিলার ৩০ নৌযান

Update Time : 12:34:32 pm, Thursday, 2 October 2025

গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে ইসরায়েলি নৌবাহিনীর বাধা উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ৩০টি নৌযান। খাদ্য ও ওষুধবাহী এ বহরের মোট ৪৩টি নৌযানের মধ্যে ইতোমধ্যেই ১৩টি নৌযান আটকে দিয়েছে ইসরায়েল।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ও আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় জানিয়েছে, গাজা অভিমুখী ‘হামাস-সুমুদ ফ্লোটিলার’ কয়েকটি নৌযান থামিয়ে যাত্রীদের নিরাপদভাবে বন্দরে নেওয়া হয়েছে।

এই অভিযানে আটককৃতদের মধ্যে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। ইসরায়েলি মন্ত্রণালয়ের দাবি, গ্রেটা ও তার সহকর্মীরা শারীরিকভাবে সুস্থ আছেন এবং নিরাপদে আছেন।

‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ হচ্ছে চারটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগ— ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন, গ্লোবাল মুভমেন্ট টু গাজা, মাগরেব সুমুদ ফ্লোটিলা এবং সুমুদ নুসানতারা।

চলতি বছরের ৩১ আগস্ট স্পেনের একটি বন্দর থেকে ৪৩টি নৌযান নিয়ে গাজার উদ্দেশে যাত্রা করে তারা। বহরে রয়েছেন ৪৪টি দেশের প্রায় ৫০০ জন স্বেচ্ছাসেবী, যাদের মধ্যে রয়েছেন সংসদ সদস্য, আইনজীবী, মানবাধিকারকর্মী ও বিভিন্ন পেশাজীবী।

বুধবার ভূমধ্যসাগরের গাজা উপকূলের প্রায় ১৩০ কিলোমিটার দূরে অবস্থান করছিল বহরটি। সেখানেই ইসরায়েলি নৌবাহিনীর যুদ্ধজাহাজ তাদের ঘিরে ফেলে এবং ১৩টি নৌযান আটক করে। জানা গেছে, আটক হওয়া জাহাজগুলোর মধ্যে রয়েছে ‘স্পেক্টার’, ‘অ্যালমা’ ও ‘সাইরাস’।

ইসরায়েলের বাধা সত্ত্বেও গাজার দিকে এগিয়ে যাচ্ছে বাকি ৩০টি নৌযান।